Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজদূত ব্যায়ামাগারের শ্যামা পুজার খুঁটি পুজা

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌর এলাকার প্রাচীন সার্বজনীন কালী পুজা গুলির মধ্যে অন্যতম ক্যানেলপাড়ের রাজদূত ব্যায়ামাগার।এবার এই সার্বজনীন কালী পূজা ৫৪ বছরে পদার্পন করলো।শুক্রবার প্যান্ডেলের খুঁটি পুজার মাধ্যমে সেই অনুষ্ঠানের সূচনা …

 






পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌর এলাকার প্রাচীন সার্বজনীন কালী পুজা গুলির মধ্যে অন্যতম ক্যানেলপাড়ের রাজদূত ব্যায়ামাগার।এবার এই সার্বজনীন কালী পূজা ৫৪ বছরে পদার্পন করলো।শুক্রবার প্যান্ডেলের খুঁটি পুজার মাধ্যমে সেই অনুষ্ঠানের সূচনা হল ।উদ্বোধন করেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত ।ছিলেন ক্লাব সভাপতি ডা: শ্রীমন্ত বানিয়া,সহ সভাপতি আইনজীবি রামকৃষ্ণ পন্ডা ,সাংস্কৃতিক সম্পাদিকা রাজনন্দিনী নন্দ মিশ্র প্রমুখ।

রাজনন্দিনী নন্দ মিশ্র জানিয়েছেন এই বছর মারন করোনা ভাইরাসের সংক্রমনের কারনে পূজা উপোলক্ষ্যে সমস্ত কর্মসূচী বাতিল করা হয়েছে।রাজ্য সরকার ও কলকাতা উচ্চ আদালতের নির্দেশ মেনেই এবার আয়োজন করা হয়েছে।রাজনন্দিনী বলেন সমস্ত অনুষ্ঠান বাদ দেওয়া হয়েছে।তবে উৎসবের দিন গুলির মধ্যে দু:স্থদের বস্ত্রদান ও বিনা মুল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।

No comments