কাঁথি-৩ ব্লকের মারিশদা লোকাল বোর্ড থেকে নীলপুর পীচ রাস্তা র দফারফা অবস্থা। রাস্তার নাড়ীভুঁড়ি বেরিয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। পণ্যবাহী লরী,ট্রেকার, অটো টোটো, মোটরসাইকেল ইত্যাদি সমস্ত যানবাহন চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। দুর্ঘটনা…
কাঁথি-৩ ব্লকের মারিশদা লোকাল বোর্ড থেকে নীলপুর পীচ রাস্তা র দফারফা অবস্থা। রাস্তার নাড়ীভুঁড়ি বেরিয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। পণ্যবাহী লরী,ট্রেকার, অটো টোটো, মোটরসাইকেল ইত্যাদি সমস্ত যানবাহন চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। দুর্ঘটনা নিত্যনৈমিত্যিক হয়ে দাঁড়িয়েছে। কাঁথি-৩ ব্লকের এই রাস্তাটিকে মারিশদা থানা এলাকার লাইফলাইন বলা চলে।প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, বেশ কয়েকটি বিদ্যালয়,গ্রামপঞ্চায়েত অফিস, বাজার ইত্যাদিতে যোগাযোগের গুরুত্বপূর্ণ পীচ রাস্তার ভগ্নদশায় সাধারন মানুষের দিশেহারা অবস্থা।সিপিআইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলাশাসক কে ই-মেইল বার্তা পাঠিয়ে লোকাল বোর্ড থেকে নীলপুর পীচ রাস্তা সহ কাঁথি ও এগরা মহকুমা র বিভিন্ন ভগ্নদশা প্রাপ্ত রাস্তা সমূহের অবিলম্বে মেরামতীর দাবী জানিয়েছেন।
No comments