Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজঃ করোণা যুদ্ধে পরাজিত হলদিয়ার ডিঃ ঘাসীপুরের খেলোয়াড় আমিনুল

পূর্ব মেদিনীপুর জেলা শিল্প সংস্কৃতির শহর হলদিয়া। হলদিয়া পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের ক্রীড়াজগৎ জগতে নক্ষত্র এলাকার যুব নেতৃত্ব আমিনুল। গত কয়েকদিন আগেই শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে কলিকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। পরে জ…

 





পূর্ব মেদিনীপুর জেলা শিল্প সংস্কৃতির শহর হলদিয়া। হলদিয়া পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের ক্রীড়াজগৎ জগতে নক্ষত্র এলাকার যুব নেতৃত্ব আমিনুল। গত কয়েকদিন আগেই শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে কলিকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। পরে জানা যায় তার করোনা পজিটিভ হয়েছে। একদিকে শ্বাসকষ্ট অন্যদিকে থাইরয়েড অ্যাজমা হয়েছিল সবগুলোই একত্রিত হয়ে আক্রমণ করেছিল আমিনুল কে বয়স আনুমানিক ( ৪৮) বৎসর।ভিন রাজ্যে কাবাডি খেলার বিচারক হিসেবে তার দক্ষতা দেখিয়েছেন বিচারক হিসেবে ন্যাশনালে অনেকবারই তিনি যোগদান করেছেন।এলাকার যুবকদের জন্য খেলার জন্য বিভিন্নভাবে পরিকল্পনা করছেন।স্থানীয় আবাহনী চক্র ক্লাবের ক্রীড়া সম্পাদক হিসেবে ন্যাশনাল বহু খেলা তিনি পরিচালনা করেছেন।রাজ্যের কাবাডি খেলার বিচারক হিসেবে তাঁর সুনাম ছিল অসামান্য। বহু ছেলেমেয়েকে কাবাডি খেলা প্রশিক্ষণ দিয়ে ভারতীয় দলের হয়ে ন্যাশনালে খেলার সুযোগ করে দিয়েছেন। হলদিয়া ক্রীড়াঙ্গন কে উন্নত করার জন্য স্থানীয় কাউন্সিলর কে আবাহনীর চক্রের তরফ থেকে ডেপুটেশন পর্যন্ত দিয়েছেন। বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার কাবাডি অ্যাসোসিয়েশনের সম্পাদক ছিলেন ।তার আকস্মিক মৃত্যু যুবসমাজের কেউ মেনে নিতে পারেনি । মৃত্যু সংবাদ শুনেএলাকার কাউন্সিলর চেয়ারম্যান ইন কাউন্সিল ক্রীড়াবিদ আজগর আলী (পল্টু) তাঁর আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং তার শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার এই মৃত্যুতে এলাকার বড় ক্ষতি হলো বলেও তিনি জানান।


তিনি বলেন আমাদের জেলার একজন দক্ষ কাবাডি অ্যাসোসিয়েশনের সংগঠক কে হারালাম হলদিয়ার ক্রীড়াজগতের ক্ষতি হলো। হলদিয়া আবাহনী ক্লাবের সভাপতি এলাকার প্রাক্তন কাউন্সিলর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শেখ মজাফফর হাসপাতালে ভর্তি থাকা কালীন সমস্ত রকমের খোঁজখবর নিতেন। তাঁর আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার পরিবারের পাশে থাকার কথাও করেন। তিনি বলেন এলাকার ক্রীড়া জগতে নয়নের মনি আমিনুল। তার এই মৃত্যু খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। স্থানীয় আবাহনী ক্লাবের সম্পাদক সামাদ খাঁন বলেন এলাকার ক্রীড়া উন্নয়নের জন্য সর্বদাই ভাববেন এলাকার যুব সম্প্রদায়কে সঙ্গে মিশে কাজ করতেন, আবাহনী ক্লাবের সহ-সভাপতি এসাক আলী বলেন স্থানীয় যুবকদের বিচ্যুতি না ঘটে তার জন্য এলাকার যুবকদের সাথে বন্ধুর মতো মিশতেন। আবাহনী ক্লাবের কার্যকরী সভাপতি শেখ নুর হোসেন বলেন আমাদের ক্লাবের ও সারা জেলার পুরুষ মহিলা কাবাডি খেলা একজন দক্ষ সংগঠক খেলোয়াড় এবং বিচারক কে হারালাম তাঁর আত্মার চিরশান্তি কামনা করি তাঁর পরিবারের সমবেদনা জানিয়েছেন।স্থানীয় হলদিয়ার শিক্ষক, কাবাডি অ্যাসোসিয়েশনের জেলার প্রাপ্তন সম্পাদক  ত্রিদিব হাজরা তার এই অকাল মৃত্যুতে আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হলদিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার খেলার সঙ্গী আজিজুর রহমান তিনি বলেন আমরা পড়াশোনার ফাঁকে খেলাটাকে খুব ভালবাসতাম ।আমরা কাবাডি খেলার সদা-সর্বদা আমাদের বন্ধুর মতো ছিলেন। তার এই সংবাদে আমি যেমন ভারাক্রান্ত তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। খেলার জগতে আর এক নক্ষত্র শেখ ইব্রাহিম ব্লু স্টার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক তিনি বলেন আমাদের খেলার সাথী ছিলেন। তার এই অকাল প্রয়াণে হলদিয়া ক্রীড়াজগতের অনেক ক্ষতি হলো পূর্ব মেদিনীপুর জেলার পুরুষ এবং মহিলা কবাডি খেলোয়াড়দের শূন্যতা রয়ে গেল। আমিনুলের খেলার সাথী গোলাম রহমান বলেন আমরা একসঙ্গেই সারা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় খেলতে যেতাম ।হাডুডু বা কাবাডি মানেই হলদিয়ার ডিঃ ঘাসীপুরের আবাহনী চক্র আমরা একসঙ্গে খেলার সাথী ছিলাম। খেলার জগতে শূন্যতা দেখা দেবে। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক জানালেন পত্রিকা প্রকাশ হলেই তিনি প্রথম পত্রিকা দিতেন।একজন ভালো পাঠক ছিলেন আমিনুল এবং প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খ পড়তেন এবং নিয়মিত পত্রিকার জন্য ফোনে খোঁজখবর নিতেন একজন ভালো পাঠক কে হারালাম। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। তার সদাসর্বদা হাসিমুখ সমস্ত ক্রীড়া জগতের খেলোয়াড়দের চোখের সামনে ভাসবে।


No comments