Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার ভূমিপুত্রদ্বয় হলদিয়া টাউন কংগ্রেসের সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত হলেন

পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত কমিটির ঘোষণা হতেই সারা হলদিয়া জুড়ে তৃণমূল কংগ্রেসের সকল কর্মীদের উৎসাহ-উদ্দীপনায ছিল দেখার মতো।শেখ মজ্জাফর বলেন দিদি আপনাকে আরও একবার ধন্যবাদ| পুরোনো কর্মীকে  ভূলে না যাওয়ার জন…

 






পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত কমিটির ঘোষণা হতেই সারা হলদিয়া জুড়ে তৃণমূল কংগ্রেসের সকল কর্মীদের উৎসাহ-উদ্দীপনায ছিল দেখার মতো।

শেখ মজ্জাফর বলেন দিদি আপনাকে আরও একবার ধন্যবাদ| পুরোনো কর্মীকে  ভূলে না যাওয়ার জন্য| আপনি সর্বদা পুরানো কর্মীদের যোগ্য সন্মান দিতে বলতেন| তাই পুরানো কর্মীরা আপনার প্রতি আস্থা হারায়নি| তাই আজ যার কথা বলছি তিনি হলদিয়ার ভূমিপুত্র শ্রদ্ধেয় সুধাংশু শেখর মন্ডল, দেবপ্রসাদ মন্ডল|গতকাল হলদিয়ার জনগন,শ্রমিক ইউনিয়ন গুলি ,এমনকি অন্যান্য দলের সমর্থিত মানুষগন আনন্দ ও আবেগে আপ্লুত হয়ে ওনাকে শুভেচ্ছা জানাই কারন হলদিয়ার ভূমিপুত্র হলদিয়া টাউন কংগ্রেসের সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত হয়েছেন| মমতা দি সঠিক আস্থা রেখেছেন ,আগামী ২০২১ সালে মমতাদির হাত শক্ত করার জন্য সব মানুষ তৈরি হন একটাই লক্ষ্য  দিদি যাতে তৃতীয়বারের জন্য মূখ্যমন্ত্রী হতে পারেন| বাংলার গর্ব মমতাদি জিন্দাবাদ|হলদিয়ার গর্ব সুধাংশু শেখর মন্ডল জিন্দাবাদ। হলদিয়ার গর্ব দেবপ্রসাদ মন্ডল জিন্দাবাদ| তৃনমূল কংগ্রেস জিন্দাবাদ|


No comments