Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বে এলেন বিভু গোয়েল, কি বলছেন তিনি শুনে নিন

পূর্ব মেদিনীপুর জেলার নতুন জেলা শাসক হলেন বিভু গোয়েল। বিভু গোয়েল নদীয়া জেলার জেলা শাসক ছিলেন। বুধবার নদীয়া থেকে তিনি পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পার্থ ঘোষ-এর কাছ থেকে সমস্ত দায়িত্বে বুঝে নেন। দায়িত্ব নিয়েই জেলা শাসকের বার্তা, …

 




পূর্ব মেদিনীপুর জেলার নতুন জেলা শাসক হলেন বিভু গোয়েল। বিভু গোয়েল নদীয়া জেলার জেলা শাসক ছিলেন। বুধবার নদীয়া থেকে তিনি পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পার্থ ঘোষ-এর কাছ থেকে সমস্ত দায়িত্বে বুঝে নেন। 

দায়িত্ব নিয়েই জেলা শাসকের বার্তা, "আমি বিভু গোয়েল। সবাইকে নমষ্কার জানাচ্ছি। আমি আজ নদীয়া থেকে এসে পূর্ব মেদিনীপুরের চার্জ গ্রহণ করেছি। আশা করছি আমার যে টেনিওর থাকবে সেই সময়ে সরকারী নিয়ম মেনেই সমস্ত কাজ যা চলছে তা এগিয়ে নিয়ে যাব"।

তিনি আরও জানান, "সকল নাগরিককে অনুরোধ করব, করোনা মহামারি পরিস্থিতিতে সবাইকে নিয়ম মেনে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে সতর্ক ভাবে লড়াই চালিয়ে যেতে বলব। এই লড়াইয়ে আমরা অবশ্যই জিতব"।

No comments