সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে বিবাদ স্থানীয় ক্লাব ও শাষক দল তৃণমূলের মধ্যে । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদাতে। জানা যায় মৈত্রী সংঘ ক্লাব ৭৯ সাল থেকে ক্লাবের পেছনে পড়ে থাকা সরকারি পুকুর দখল করে লিজ দিচ্ছেন। কিন্তু স…
সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে বিবাদ স্থানীয় ক্লাব ও শাষক দল তৃণমূলের মধ্যে । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদাতে। জানা যায় মৈত্রী সংঘ ক্লাব ৭৯ সাল থেকে ক্লাবের পেছনে পড়ে থাকা সরকারি পুকুর দখল করে লিজ দিচ্ছেন। কিন্তু সোমবার হঠাৎ করে ঐ এলাকার তৃণমূলের প্রধান ঐ ক্লাবে শান্তিপুর এক নম্বর অঞ্চলের পক্ষ থেকে নোটিশ দেন। নোটিসে লেখা ছিল ক্লাবের ঐ সরকারি পুকুর দখল করার দরুন শান্তিপুর এক নম্বর অঞ্চলকে বছরে ৩০ হাজার টাকা দিতে হবে। যদি না দিতে পারে তাহলে তাদের ঐ সরকারি পুকুর দখল মুক্ত করে দিতে হবে। তবে এ বিষয়ে মৈত্রী সংঘের সভাপতি কাজল বলেন ১৯৮৭ সালের আমাদের ক্লাব তবে থেকেই আমরা ৩০ বছর ধরে ওই সরকারি পুকুর দেখভাল করছি। হঠাৎ করেই শান্তিপুর পঞ্চায়েত প্রধান হঠাৎ করেই আমাদের একটি নোটিশ দেন। সেখানে লেখা ছিল এই প্রখর যদি আমাদেরকে নিতে হয় তবে তার পরিবর্তে ৩০ হাজার টাকা দিতে হবে। আমাদের এলাকায় এই রকম আরো অনেক সরকারি পুকুর রয়েছে প্রধান তাহলে বাকি পুকুরগুলোতে কেন নোটিশ জারি করছে না। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তবে টাকার পরিবর্তে আমরা আমাদের এই পুকুরকে কারও অধীনে ছাড়বো না।
No comments