Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লোকাল ট্রেন চালানোর দাবিতে ডিওয়াইএফআই'র উদ্যোগে মেচেদা স্টেশনে বিক্ষোভ

লোকাল ট্রেন চালানো সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা স্টেশনের সামনে বিক্ষোভ দেখাল ডিওয়াইএফ আই'র কর্মীরা। জানা যায় লকডাউনের ফলে দীর্ঘ প্রায় ৭মাস বন্ধ হয়ে আছে লোকাল ট্রেন।ফলে অসংখ্য…

 




লোকাল ট্রেন চালানো সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা স্টেশনের সামনে বিক্ষোভ দেখাল ডিওয়াইএফ আই'র কর্মীরা। জানা যায় লকডাউনের ফলে দীর্ঘ প্রায় ৭মাস বন্ধ হয়ে আছে লোকাল ট্রেন।ফলে অসংখ্য মানুষ বেকার হয়ে পড়েছে।তাই খুব শীঘ্রই লোকাল ট্রেন চালানোর দাবিতে মেচেদা স্টেশনের সামনে বিক্ষোভ দেখান ডিওয়াইএফআই'র কর্মীরা। কেন্দ্রীয় কমিটির সভাপতি ইব্রাহিম আলী বলেন-ডি ওয়াই এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আজ ও কাল রাজ্যজুড়ে সমস্ত রেলস্টেশনে বিক্ষোভ প্রতিবাদ সংঘটিত করছি। করোণা পরিস্থিতির কারণে দীর্ঘ আট মাস লোকাল ট্রেন বন্ধ কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি বিহারে নির্বাচন হচ্ছে অসংখ্য নেতা নেতৃত্ব জমায়েত হচ্ছেন ও ভাষণ দিচ্ছেন। কিন্তু প্রতিদিন যারা নিত্য কাছে লোকাল ট্রেনে করে যাতায়াত করেন তাদের পরিষেবা বন্ধ রেখে সমস্ত কাজকর্ম চলছে শুধুমাত্র লোকাল ট্রেন ছাড়া।আমরা চাই রেলকে অবিলম্বে চালু করতে হবে যদি লোকাল ট্রেন চালু না হয় আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো প্রয়োজনে আমরা রেল লাইনের উপরে বিক্ষোভ প্রদর্শন করব। আমাদের দাবি যদি রেলওয়ে ডিপারমেন্ট মেনে নেয় এবং রাজ্য সরকার যাতে উদ্যোগ নেয় আমাদের এই দাবি পূরণের জন্য।

No comments