Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় সড়ক অবরোধ করেন মুক্তমঞ্চের শিল্পীরা

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/pLOVo7fzx_4দীর্ঘদিন যাবত মুক্তমঞ্চের অনুষ্ঠান বন্ধ থাকার কারণেই আজ পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি NH41 জাতীয় সড়ক অবরোধ করেন মুক্তমঞ্চের শিল্পীরা।তাদের দাবি যে মুক্তমঞ্চের স্বাধীনতা দিতে হ…

 


ভিডিও দেখতে ক্লিক করুন।

https://youtu.be/pLOVo7fzx_4

দীর্ঘদিন যাবত মুক্তমঞ্চের অনুষ্ঠান বন্ধ থাকার কারণেই আজ পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি NH41 জাতীয় সড়ক অবরোধ করেন মুক্তমঞ্চের শিল্পীরা।তাদের দাবি যে মুক্তমঞ্চের স্বাধীনতা দিতে হবে, আমাদের প্রোগ্রাম করতে দিতে হবে। করোনা  মহামারীর কারণে দীর্ঘ আট মাস যাবত সমস্ত খোলা মুক্তমঞ্চে সংস্কৃত প্রোগ্রাম বন্ধ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ২০০ জনকে নিয়ে সংস্কৃতি প্রোগ্রাম করা যাবে। কিন্তু পুলিশ প্রশাসন কোনো মুক্তমঞ্চের প্রোগ্রাম করতে অনুমতি দিচ্ছে না। মুক্ত মঞ্চ কমিটির সম্পাদক অলক প্রামানিক বলেন-"করোনাভাইরাস এর কারণে আমাদের প্রতিটি শিল্পী প্রায় নয় মাস অবহেলিত বঞ্চিত কেউবা অনাহারে দিন কাটাচ্ছে। মমতা সরকার আসার পর যাত্রা শিল্পী ও নাট্য শিল্পীরা তুলনামূলক ভালো ছিলেন কিন্তু করোনাভাইরাস এর সময় এই শিল্পীরা কার্যত তাদের কাজকর্ম হারিয়েছে । মিটিং-মিছিল ঠিকঠাক চলছে কিন্তু আমাদের বিনোদন জগতের ক্রিয়া-কলাপ হচ্ছে না আমরা মুক্তমঞ্চে ফিরতে চাই। বিনোদন জগতের অনেক শিল্পী কেউবা ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেরিয়েছেন। আমরা সরকারি ভাতা পেতে চাই।সরকার পরিচয় সংগীতের কথা ভেবেছেন অথচ বিনোদন জগতের শিল্পীদের কথা ভাবেনি।কালীপূজা থেকেই যাতে আমরা আমাদের বিনোদন জগতে ফিরতে পারি তার দাবিতে আমরা পথ অবরোধ করতে বাধ্য হলাম তাতেও যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।"প্রায় দীর্ঘক্ষন জাতীয় সড়ক অবরুধ থাকার পর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় মুক্তমঞ্চের শিল্পীরা।

No comments