পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া জাতীয় সড়ক ব্রজলালচকে জননেত্রী মমতা ব্যানার্জীর নির্দেশ ক্রমে চকদ্বীপা অঞ্চল তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে নোট বন্দীর "কালা দিবস" উদযাপন হয়।প্রসঙ্গত, ২০১৭ সালে কেন্দ্রীয় সরকার ৫০০ ও ১০০০…
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া জাতীয় সড়ক ব্রজলালচকে জননেত্রী মমতা ব্যানার্জীর নির্দেশ ক্রমে চকদ্বীপা অঞ্চল তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে নোট বন্দীর "কালা দিবস" উদযাপন হয়।প্রসঙ্গত, ২০১৭ সালে কেন্দ্রীয় সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন। তৃণমূল যুব কংগ্রেস হলদিয়া উন্নয়ন ব্লকের সভাপতি যশোরাজ ব্রহ্মচারী বলেন আজ চতুর্থ বর্ষে পড়ল।৫০০ ও ১০০০ টাকার মৃত্যুবার্ষিকী। এদের আত্মার শান্তি কামনা করি। সারা দেশবাসীর কি অবস্থা হয়েছিল মনে পড়ে বন্ধুরা |কত মানুষ নিজের টাকা থেকেও নিজের টাকা তুলতে পারেনি,কত মানুষ ব্যাঙ্কে লাইন দিয়ে টাকা পায়নি ।কত মায়ের কোল খালি হয়েছে|সেটা কি জানে না কেন্দ্রীয় সরকার |আর এটাই প্রার্থনা করি এদের যারা খুন করল তাদের পতন যেন খুব তাড়াতাড়ি হয়|
No comments