Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 16, 2025

Weather Location

Breaking News:

হলদিয়ায় নোট বাতিলের কালা দিবসের মিছিল

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া জাতীয় সড়ক ব্রজলালচকে জননেত্রী মমতা ব্যানার্জীর নির্দেশ ক্রমে চকদ্বীপা অঞ্চল তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে নোট বন্দীর "কালা দিবস" উদযাপন হয়।প্রসঙ্গত, ২০১৭ সালে কেন্দ্রীয় সরকার  ৫০০ ও ১০০০…

 





পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া জাতীয় সড়ক ব্রজলালচকে জননেত্রী মমতা ব্যানার্জীর নির্দেশ ক্রমে চকদ্বীপা অঞ্চল তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে নোট বন্দীর "কালা দিবস" উদযাপন হয়।প্রসঙ্গত, ২০১৭ সালে কেন্দ্রীয় সরকার  ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন। তৃণমূল যুব কংগ্রেস হলদিয়া উন্নয়ন ব্লকের সভাপতি যশোরাজ ব্রহ্মচারী বলেন আজ চতুর্থ বর্ষে পড়ল।৫০০ ও ১০০০ টাকার মৃত্যুবার্ষিকী।  এদের আত্মার শান্তি কামনা করি। সারা দেশবাসীর কি অবস্থা হয়েছিল মনে পড়ে বন্ধুরা |কত মানুষ নিজের টাকা থেকেও নিজের টাকা তুলতে পারেনি,কত মানুষ ব্যাঙ্কে লাইন দিয়ে টাকা পায়নি ।কত মায়ের কোল খালি হয়েছে|সেটা কি জানে না কেন্দ্রীয় সরকার |আর এটাই প্রার্থনা করি এদের যারা খুন করল তাদের পতন যেন খুব তাড়াতাড়ি হয়|




No comments