পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে তমলুক ব্লক তৃনমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়।এই সম্মেলনের মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনে তৃনমূলকে আরো শক্তিশালী করার আহ্বান জানানো হয়।এই সন্মেলনে উপস্থিত ছিলেন তৃনমূল নে…
পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে তমলুক ব্লক তৃনমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়।এই সম্মেলনের মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনে তৃনমূলকে আরো শক্তিশালী করার আহ্বান জানানো হয়।এই সন্মেলনে উপস্থিত ছিলেন তৃনমূল নেতা অখিল গিরি,সুপ্রকাশ গিরি,সোমনাথ বেরা,সেক সুফিনান সহ ব্লক তৃনমূল নেতৃত্ব।এদিনে নন্দীগ্রাম আন্দোলন প্রসঙ্গে অখিল বাবুকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান,নন্দীগ্রাম আন্দলোন একার কারোর দ্বারা হয়নি।সেই সময় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মাধ্যমে এবং সর্বস্তরের মানুষ আন্দলোনে সামিল হয়েছিলো।একা কেউ করেনি।মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় এসে আন্দোলন করেছেন।তাই আগামী ১০ তারিখ নন্দীগ্রামে যে সভা হবে, সেখানে মূখ্যমন্ত্রীর ছবি দেওয়া অবশ্যই প্রয়জন।তবে ঐ দিনের অনুষ্ঠানে ডাক পাননি এখনো অখিল বাবু বলে জানান।তিনি এও বলেন, যে ১০ তারিখে নন্দীগ্রামে সভা হবে সেখানে তৃনমূল কর্মীদের যেতে নিষেধ করছি বলে তিনি এদিন সাংবাদিকদের জানান।তিনি আরো বলেন,যে অনুষ্ঠানে মূখ্যমন্ত্রীর ছবি বা দলীয় পতাকা না লাগিয়ে অনুষ্ঠান হচ্ছে, সেটা দল বিরোধী বলে মনে করেন।সেখানে কর্মীরা বিভ্রান্ত না হওয়ার কথা বলেন এবং না যাওয়ার পরামর্শ দেন রামনগরের বিধায়ক অখিল বাবু।পাশাপাশি তিনি তমলুকের সভার মাধ্যমে আগামী বিধানসভা নির্বচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আবারো নতুন ভাবে তৃনমূল সরকার গড়তে মানুষকে পাশে থাকতে আহ্বান জানানো হয়।
No comments