Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজ ঃ বর্ষবরণে দীঘাতে দিল্লির ইন্ডিয়া গেট কিংবা প্যারিসের আইফেল টাওয়ারে আদলে সেই থ্রি-ডি লাইটিং সিস্টেম..

বর্ষবরণের আগে দিঘার মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। দিল্লির ইন্ডিয়া গেটে কিংবা প্যারিসের আইফেল টাওয়ারে যা রয়েছে, সেই থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং লাইটিং সিস্টেম এ বার বঙ্গোপসাগর তীরে দিঘা পর্যটন কেন্দ্রেও চালু হচ্ছে। যে প্রযুক্তি দিয়ে…

 





বর্ষবরণের আগে দিঘার মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। দিল্লির ইন্ডিয়া গেটে কিংবা প্যারিসের আইফেল টাওয়ারে যা রয়েছে, সেই থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং লাইটিং সিস্টেম এ বার বঙ্গোপসাগর তীরে দিঘা পর্যটন কেন্দ্রেও চালু হচ্ছে। যে প্রযুক্তি দিয়ে ঝলমলে আলো ও সঙ্গীতের মূর্ছনায় মায়াবি পরিবেশ তৈরি হবে দিঘা সমুদ্র পাড়ে। নিখরচায় সেই সৌন্দর্য, সেই বিনোদন উপভোগ করতে পারবেন পর্যটকেরা।


সেই সঙ্গে বসবে মিউজিক্যাল ফাউন্টেন, মাল্টিমিডিয়া শো এবং আধুনিক সাউন্ড সিস্টেম। গোটা প্রকল্পে খরচ হবে আনুমানিক ৯ কোটি টাকা। থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং লাইটিং সিস্টেম কী?বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি একটি আধুনিক লাইটিং প্রযুক্তি, যার মাধ্যমে বড় স্ক্রিনের উপর যে কোনও জিনিসের অবয়ব তৈরি হয়। সিনেমা হলে স্ক্রিন কিংবা টেলিভিশনের পর্দার মতো এটিও দৃশ্য মাধ্যম। তবে এতে বাড়তি সুবিধে হল, যে কোনও বড় ভবন কিংবা বাড়ির দেওয়ালকে জায়ান্ট স্ক্রিন হিসেবে ব্যবহার করা যায়। আলো-ছায়ার মিশেলে যে কোনও জিনিসকে দর্শকদের সামনে সুন্দর ভাবে উপস্থাপনা করা যায়।দুনিয়ার বহু নামী পর্যটন কেন্দ্রে দর্শক মনোরঞ্জনের কথা মাথায় রেখে থ্রি-ডি প্রোজেকশন ম্যাপিং লাইটিং সিস্টেম বসেছে।


No comments