Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজ ঃ তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী কে কুরুচিকর প্রস্তাব দেওয়ার অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে হলদিয়া থানা ঘেরাও বিক্ষোভ

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/IhFf1lgqxE0হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি হলদিয়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান ২৯ নম্বর ওয়ার্ডের বর্তমান জনপ্রতিনিধি দেবপ্রসাদ মন্ডল হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেসব কুরুচিকর প্রস্তাব মহ…

 



ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/IhFf1lgqxE0

হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি হলদিয়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান ২৯ নম্বর ওয়ার্ডের বর্তমান জনপ্রতিনিধি দেবপ্রসাদ মন্ডল হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেসব কুরুচিকর প্রস্তাব মহিলা কর্মীকে পাঠিয়েছেন তার প্রতিবাদে দল-মত নির্বিশেষে মহিলাদের গণ অবস্থান হলদিয়া থানায়।

উপস্থিত ছিলেন অভিযোগকারী চান্দ্রেয়ী বিশ্বাস ছাড়াও ছিলেন মহিলা নেত্রী  গার্গী মুখার্জি, নমিতা দাস পাত্র, সুপ্রিয়া মাইতি সহ অনেক মহিলা নেত্রী।

 প্রসঙ্গত, কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের একজন মহিলা কর্মী তথা পেশায় আইনজীবী ওই মহিলাকে আপত্তিকর ভাষায় মেসেজ পাঠানোর অভিযোগ ওঠে প্রাক্তন পৌর প্রধানের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে একটি মিছিল করেন হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী মধুরিমা মন্ডল সহ অন্যান্য কর্মীরা। অভিযোগ দেবপ্রসাদ মন্ডলের গোষ্ঠীর লোকজন এই মিছিলে যোগ দিতে আসা একজন মহিলা কর্মীকে মারধর করেছেন বলে অভিযোগ করেন মধুরিমা মন্ডল। পাল্টা অভিযোগ করেছেন দেব প্রসাদ মন্ডল তিনি বলেন আমাদের মহিলা কর্মীকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করা হয়েছে।এই অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত এলাকা ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মহিলা আইনজীবীর চন্দ্র বিশ্বাস অভিযোগ করেছিলেন কিন্তু বেশ কিছুদিন চলে যাওয়ার পরও কোনো আইনী পদক্ষেপ না নেওয়ার জন্যই আজ হলদিয়া পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলারা হলদিয়া থানার সামনে বিক্ষোভ দেখান।

 দেবপ্রসাদ মন্ডলের নামে লেখা রয়েছে কলির কেষ্ট। আর অবস্থানে যোগদান দিয়েছিলেন হলদিয়া পৌরসভার  মহিলা কাউন্সিলরগণ।

এই ঘটনার সূত্রপাত হয় তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি এবং ব্লক কমিটি গঠন হওয়ার পর থেকেই। সম্ভবত তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ছিলেন মধুরিমা মন্ডল তিনি জেলার নেতৃত্ব হিসেবে গেছেন। সেখানে সভাপতি সুধাংশু শেখর মন্ডল ও সহ-সভাপতি দেবপ্রসাদ মন্ডল নাম ঘোষণার পর থেকেই হলদিয়া মহিলা নেত্রী কুরুচিকর প্রস্তাবে হোয়াটসঅ্যাপের মেসেজ নিয়ে থানায় অভিযোগ করেন।

 একই দলের প্রার্থনার বর্তমান সভাপতি সহ সভাপতির পদ নিয়ে পরস্পর পরস্পরকে পার্টির চিন্তাধারা মাথায় না রেখে কাদা ছোড়াছুড়ি চলল। সিপিআইএম জেলা কমিটির সদস্য অচিন্ত্য শাসমল বললেন এটাই  এদের কালচার।  হলদিয়া বন্দরে ভারতীয় মজদুর শাখার সম্পাদক প্রদীপ বিজলী বলেন নিজের দলের মহিলা কর্মীদের সুরক্ষিত নয়। সেখানে অন্য রাজ্যর মহিলাদের কিছু ঘটনা ঘটলে এ রাজ্য থেকে ছুটে যায়। এটাই তার প্রমান।নিজেদের রাজ্যে মহিলাদের কর্মীদের সুরক্ষিত রাখতে পারেনা অন্য রাজ্যে কিছু হলে ছুটে যায় এটাই তৃণমূলের কালচার


No comments