ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/cu8MPdpNVIA
গত৩০ শে অক্টোবর রাত সাড়ে দশটায় জাহাজের ৪০ ফুট উঁচু থেকে পড়ে জলে তলিয়ে যায়। প্রায় তিন দিন পরে তার দেহ উদ্ধার হয় ভোর রাত্রিতে। প্রসঙ্গত,হলদিয়া বন্দরে পণ্য বোঝাইয়ের সময় একটি …
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/cu8MPdpNVIA
গত৩০ শে অক্টোবর রাত সাড়ে দশটায় জাহাজের ৪০ ফুট উঁচু থেকে পড়ে জলে তলিয়ে যায়। প্রায় তিন দিন পরে তার দেহ উদ্ধার হয় ভোর রাত্রিতে।
প্রসঙ্গত,হলদিয়া বন্দরে পণ্য বোঝাইয়ের সময় একটি বিদেশি জাহাজ থেকে ডকের গভীর মাপতে গিয়ে জলে পড়ে গিয়ে নিখোঁজ ছিলেন জাহাজের সেকেন্ড অফিসার পদমর্যাদার এক নাবিক। ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে।
বন্দর সূত্রে জানা গিয়েছিল, নিখোঁজ নাবিকের নাম সান উ। মায়ানমারের ওই নাবিকের বয়স ৩৪ বছর। বন্দরের ৯ নম্বর বার্থে ওই জাহাজে আয়রণ ওর অর্থাৎ লৌহ আকরিক বোঝাই করা হচ্ছিল। রাতে পণ্য বোঝাইয়ের পর জাহাজের অফিসার ডক ছাড়ার আগে একটি বিশেষ ধরনের সিঁড়িতে চেপে নাব্যতা সার্ভে করতে নেমেছিলেন। সেই সময় কোনওভাবে পা ফসকে তিনি পড়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন বন্দরেরর আধিকারিকরা। তড়িঘড়ি করে নামানো হয় ডুবুরি। দীর্ঘ তিন দিন পর ঐ নাবিকের খোঁজ মেলে।
No comments