ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/GqZXxS1mQpsসেভ ড্রাইভ সেফ লাইফ শুধুই কি কথার কথা। প্রতিনিয়ত হলদিয়া থেকে মেচেদা ভায়া চৈতন্যপুর রুটে সেভ ড্রাইভ সেফ লাইফ স্লোগানকে তোয়াক্কা না করেই প্রতিনিয়ত পথদুর্ঘটনায় বেড়েই চলছে। ঘন…
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/GqZXxS1mQps
সেভ ড্রাইভ সেফ লাইফ শুধুই কি কথার কথা। প্রতিনিয়ত হলদিয়া থেকে মেচেদা ভায়া চৈতন্যপুর রুটে সেভ ড্রাইভ সেফ লাইফ স্লোগানকে তোয়াক্কা না করেই প্রতিনিয়ত পথদুর্ঘটনায় বেড়েই চলছে। ঘনঘন বাম্পার পুলিশের নজরদারি কে তোয়াক্কা না করেই বেপরোয়া বাস চালানোর ফলে দূর ঘটনা বেড়েই চলেছে।হলদিয়া থেকে মেছাদা ভায়া চৈতন্যপুর এই রুটে বাস ও টো টো ও ম্যাজিক ম্যান চলে বেপরোয়াভাবে। তার ফলে বারে বারে দুর্ঘটনা ঘটে । কোন নিয়ম কে কর্ণপাত করেনি চালকগন তার ফলে প্রতিনিয়ত এই রুটে কমবেশি পথ দুর্ঘটনা ঘটে থাকে ।বেপরোয়া ড্রাইভিং এর জন্যই ।আজ সকাল দশটার সময় চন্দ্রকোনা থেকে হলদিয়া গামি যাত্রী বোঝাই বাস দেউল পোতা ও দ্বারিবেড়িয়া মাইলপোস্টের মাঝখানে দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,হলদিয়া - চন্দ্রকোনা যাত্রীবোঝাই বাস ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষের মাঝখানে পড়ে একটি স্কুটি বাইকের যাত্রী ও জখম হয়েছেন। মোটর ভ্যান ও স্কুটি ধাক্কা মারে এক মহিলাসহ ৫ জন গুরুতর জখম হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য অশোক মাইতি নেতৃত্বে এলাকার মানুষ যখন দের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। বাসের ড্রাইভার পলাতক। ঘটনাস্থলে পুলিশ তদন্তে নেমেছে ।
No comments