Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার আইনজীবী এবং সিপিআই(এম) ও তৃণমূল থেকে পাঁচ শতাধিক কর্মী বিজেপিতে যোগদান

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার মহিষাদল ব্লকের মহিষাদল বিজেপি নগর মন্ডলের উদ্যোগে কৃষি বিলের সমর্থনে কৃষি সুরক্ষা পদযাত্রা আয়োজিত শনিবার।এদিন পথযাত্রা মহিষাদল বাজার থেকে শুরু হয়ে গোটা এলাকা পরিদর্শন ক…

 




পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার মহিষাদল ব্লকের মহিষাদল বিজেপি নগর মন্ডলের উদ্যোগে কৃষি বিলের সমর্থনে কৃষি সুরক্ষা পদযাত্রা আয়োজিত শনিবার।এদিন পথযাত্রা মহিষাদল বাজার থেকে শুরু হয়ে গোটা এলাকা পরিদর্শন করে দেউলতোপা বাজারে এসে শেষ হয়।এদিনের মিছিলে ছিলেন বিজেপির রাজ‍্য সভাপতি মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ,জেলা সভাপতি নবারুণ নায়ক প্রমুখ।

এদিন বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,পুরসভা ও গত লোকসভা নির্বাচনে হলদিয়ায় সহ একাধিক জায়গায় পুলিশ ও গুন্ডারা মিলে বুথে বুথে ভোট লুঠ করেছিল।দিলীপ ঘোষ বলেন এতো কিছুর পরেও কাঁথিতে আমরা ৬ লক্ষ ভোট পেয়েছি।মানুষ আমাদের জেতাতে চেয়েছেন।এর পরেই হুশিয়ারির সুরে বিজেপির রাজ্য সভাপতি বলেন তাই দিদি আপনাকে বলি, আপনার পুলিশ দিয়ে আর হবেনা ভোট,এবার ভোটে দাদার পুলিশ আসবে দিল্লি থেকে।তাছাড়া বিধানসভা ভোটে দিদির ভাইয়েরা যদি বুথ কেন্দ্রে আসে ।তাহলে কেন্দ্রীয় বাহিনীর লাঠির দাগ নিয়ে তাদের বাড়ি ফিরতে হবে।এই সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ফিনিস করে রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠানের আহ্বান জানান। এই সভা থেকে তৃণমূল দলের নেতা নেত্রী ও মূখ্যমন্ত্রীর বিরুদ্ধে কাটমানী-আমফানের দুর্নীতির অভিযোগ তুলে চাঁচাঁ ছোলা ভাষায় আক্রমণ করেন।

দেউলপতাতে সভা শেষে রাজ্য সভাপতির হাত থেকে এলাকার বাসিন্দা পাঁচশ জন অন্যান্য দলের সমর্থক এদিন দিলীপ ঘোষের হাত থেকে পতাকা ধরেন এবং বিজেপিতে যোগদান করেন ।  

No comments