Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায়১৭ নং আদর্শ ওয়ার্ডের ঐতিহাসিক মোটরবাইক মিছিলে যুব সমাজের আইকন স্থানীয় কাউন্সিলর -আজগর

হাতরস কাণ্ডে  দলিত কন্যা মনিষা বাল্মিকীর ধর্ষণের প্রতিবাদে, ধর্ষণ কারীর শাস্তি চাই ,ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি প্রতিবাদে। মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ অনুসারে মহামিছিল হলদিয়া পৌরসভা১৭ নং আদর্শওয়ার্ড অফিস থেকে মঞ্জুশ্রী …

 











হাতরস কাণ্ডে  দলিত কন্যা মনিষা বাল্মিকীর ধর্ষণের প্রতিবাদে, ধর্ষণ কারীর শাস্তি চাই ,ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি প্রতিবাদে। মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ অনুসারে মহামিছিল হলদিয়া পৌরসভা১৭ নং আদর্শওয়ার্ড অফিস থেকে মঞ্জুশ্রী দুর্গাচক সুতাহাটা চৈতন্যপুর ব্রজলালচক হয়ে ওয়ার্ড অফিস শেষ হয়।


হলদিয়া বিধানসভার এলাকা এই মহা মিছিল পরিক্রমা করে। প্রায় তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে মিছিল। নেতৃত্ব দেন স্থানীয় কাউন্সিলর ও যুব সমাজের আইকন আজগর আলী (পল্টু)  এবংএলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী গন  । স্লোগানে স্লোগানে মুখরিত হয় মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ । 


No comments