মোটরবাইকের সঙ্গে সুইফটডিজার গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন এক মোটরবাইক চালক।শনিবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের এগরা ২ব্লকের ভবানীচক এলাকায়।জানা গিয়েছে, এদিন সকালে একটি সুইফটডিজার গাড়ি এগরা থেকে কাঁথি যাওয়ার সময় হঠাৎই ভবানীচকের…
মোটরবাইকের সঙ্গে সুইফটডিজার গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন এক মোটরবাইক চালক।শনিবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের এগরা ২ব্লকের ভবানীচক এলাকায়।জানা গিয়েছে, এদিন সকালে একটি সুইফটডিজার গাড়ি এগরা থেকে কাঁথি যাওয়ার সময় হঠাৎই ভবানীচকের কাছে কাঁথির দিক থেকে আসা এগরাগামী একটি দ্রুত গতির মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এই ঘটনার পর স্থানীয়রা আহত মোটরবাইক চালককে উদ্ধার করে এগরা হাসপাতালে নিয়ে যায়।
No comments