দীঘাতে ওশানিয়া ঘাট থেকে যাত্রানালা পর্যন্ত এক কিলোমিটার জুড়ে তৈরী হল প্রাকৃতিক সৌন্দর্যায়ন পার্ক ।এর আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সৌন্দর্য্যায়ন উপভোগ করতে কলতে হাঁটার জন্য একটি রাস্তাও তৈরী …
দীঘাতে ওশানিয়া ঘাট থেকে যাত্রানালা পর্যন্ত এক কিলোমিটার জুড়ে তৈরী হল প্রাকৃতিক সৌন্দর্যায়ন পার্ক ।এর আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সৌন্দর্য্যায়ন উপভোগ করতে কলতে হাঁটার জন্য একটি রাস্তাও তৈরী করা হয়।বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ লাগানো হয়েছে। দিঘা বেড়াতে আসা পর্যটকদের কাছে একটি নতুন পালক গজালো দিঘাতে।এই পার্কটি তৈরী করতে দু-কোটি টাকা ব্যায় হয়েছে।আগামীদিনে সবুজায়নের ক্ষেত্রে আরো পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার।
No comments