করোনার মধ্যেই বিশিষ্ট বিজ্ঞানীর জন্মদিন পালিত হল ভার্চুয়ালের মধ্য দিয়ে। আজ হলদিয়া মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ১২৭তম মেঘনাথ সাহার জন্মদিন পালিত হল৷ প্রসঙ্গত,১৮৯৩ সালে আজকের দিনে ঢাকাতে জন্মগ্রহন করেন এই বাঙালি পদার…
করোনার মধ্যেই বিশিষ্ট বিজ্ঞানীর জন্মদিন পালিত হল ভার্চুয়ালের মধ্য দিয়ে। আজ হলদিয়া মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ১২৭তম মেঘনাথ সাহার জন্মদিন পালিত হল৷
প্রসঙ্গত,১৮৯৩ সালে আজকের দিনে ঢাকাতে জন্মগ্রহন করেন এই বাঙালি পদার্থ ও জ্যোতির্বিজ্ঞানী। তিনি গণিত নিয়ে পড়াশোনা করলেও পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান বিষয়েও গবেষণা করেছেন। এই বাঙালি বিজ্ঞানী তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে 'তাপীয় আয়নীকরণ তত্ত্ব' প্রতিষ্ঠাতা করেন। তার আবিস্কৃত 'সাহা আয়নীভবন সমীকরণ' নক্ষত্রের রাসায়নিক ও ভৌত ধর্মগুলো ব্যাখ্যা করতে অপরিহার্য। আমাদের দেশে নিউক্লিয়ার ফিজিক্সে আধুনিক গবেষণার জন্য তিনি ১৯৫০ সালে 'সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স' প্রতিষ্ঠা করেন-
পদার্থবিজ্ঞানে তার অবদানের জন্য ১৯২৭ সালে লন্ডনের রয়্যাল সোসাইটি তাকে এফআরএস নির্বাচিত করে।
হ্যাঁ বাঙালীর গর্ব এই বিজ্ঞানী মেঘনাথ সাহা দিন বদলের স্বপ্ন দেখতেন৷ এই বিজ্ঞানীর আরও একটি পরিচয় আছে তিনি ১৯৫২ সাল পার্লামেন্ট নির্বাচনে উত্তর কলকাতা থেকে আরএসপি দলের সাংসদ নির্বাচিত হয়েছিলেন৷ সেইসময় প্রবাদপ্রতিম আরএসপি নেতা তথা মুর্শিদাবাদের বহরমপুর থেকে নির্বাচিত সাংসদ ত্রিদিব চৌধুরীর সাথে পার্লামেন্টে বাংলা তথা দেশের শ্রমজীবি মানুষের কন্ঠস্বর হিসেবে নিরলস কাজ করে গেছেন এই বিজ্ঞানী- বলেন জাতীয় শিক্ষক ডঃ সুজন বালা
No comments