পটাশপুর, ভগবানপুর,মংলামাড়ো,পাহাড়পুর অঞ্চলে র দুঃস্থ শিশু, শিশু, বয়স্ক বৃদ্ধা দের। উই কেয়ার স্বেচ্ছা সেবী পরিবার পূজোর সময় প্রতি বছর বহু দুস্থ শিশু কে শারদ উপহার হিসেবে নতুন পোশাক,খাবার তুলে দেয়। এই বছর কোভিডের ভয়াবহ পরিস্থ…
পটাশপুর, ভগবানপুর,মংলামাড়ো,পাহাড়পুর অঞ্চলে র দুঃস্থ শিশু, শিশু, বয়স্ক বৃদ্ধা দের।
উই কেয়ার স্বেচ্ছা সেবী পরিবার পূজোর সময় প্রতি বছর বহু দুস্থ শিশু কে শারদ উপহার হিসেবে নতুন পোশাক,খাবার তুলে দেয়। এই বছর কোভিডের ভয়াবহ পরিস্থিতি তে ও তার ব্যতিক্রম হয় নি। মানুষের সাহায্য নিয়ে ভগবানপুর,পটাশপুর,পাহাড়পুর এলাকায় প্রায় ১৩০ জনের হাতে পূজোর নতুন পোশাক ,কোভিড কিট ও শুকনো খাবার তুলে দেওয়া হয়।সংস্থা র সম্পাদক কৃষনেন্দু রায় বলেন প্রতি বছর আমরা বাইরে প্রত্যন্ত এলাকায় এই বস্ত্র দান করে থাকি কিন্তু এবছর কোভিড পর স্থিতি তে আমরা স্থানীয় প্রত্যন্ত অঞ্চলে এই বস্ত্র দান করবো বলে সিদ্ধান্ত নি।সকলের হাতে শারদ উপহার তুলে দিতে পেরে আমরা খুশি। সংস্থা র সভাপতি উজ্জয়িনী ব্যানার্জী বলেন আমাদের বস্ত্র দান চারটি পর্ব মিলে অনুষ্ঠিত হবে,এই চারটি পর্বে প্রায় ৩০০ মানুষের হাতে পূজোর নতুন পোশাক পৌছে যাবে। সংস্থার সহ সভাপতি সুভাষ নন্দ বলেন এই কোভিড পরিস্থিতি তে আমরা চেষ্টা করেছি সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট ছোট শিশু দের মুখে হাসি ফোটানোর।প্রতি বছর এই দিনটার জন্য আমরা ভীষণ ভাবে অপেক্ষা করি বহু মানুষের আবেগ জড়িয়ে থাকে এই অনুষ্ঠানে ।তিনি সংস্থা র সকল সৈনিক ও সকল দাতা দের ধন্যবাদ জ্ঞাপন করেন।
No comments