পরিবর্তনের আরেক নাম নন্দীগ্রাম ।গন আন্দোলনের পথ ধরে মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল রাজ্যে। প্রত্যেক বৎসর পুজোর আগেই উপহার সামগ্রী তুলে দেবার অনুষ্ঠান করেন। সেই প্রথাগত মেনে আজনন্দীগ্রাম হরিপুর কৃষক বাজারে শুভ শারদীয় ও …
পরিবর্তনের আরেক নাম নন্দীগ্রাম ।গন আন্দোলনের পথ ধরে মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল রাজ্যে। প্রত্যেক বৎসর পুজোর আগেই উপহার সামগ্রী তুলে দেবার অনুষ্ঠান করেন। সেই প্রথাগত মেনে আজ
নন্দীগ্রাম হরিপুর কৃষক বাজারে শুভ শারদীয় ও দুর্গা পূজা উপলক্ষে নন্দীগ্রামের আন্দোলনে শহীদ পরিবার বর্গ ও আহত পরিবারের প্রতি সম্মাননা জ্ঞাপন এবং উপহার প্রদান অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে ভূমি আন্দোলনের যারা শহীদ হয়েছিলেন আহত হয়েছেন মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করার জন্য সদা সর্বদা আন্দোলন মুখরিত করেছিলেন তাদের পরিবারের হাতে শারদীয়া উপহার তুলে দিলেন এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন, জলসম্পদ উন্নয়ন ও সেচ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী ।
No comments