সুতাহাটা ব্লক তৃনমূল যুব কংগ্রেসের প্রাঃ সভাপতি দিয়ানত আলি মোল্লার মেজো দাদা শওকত আলী মোল্লা ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।তৃণমূল কংগ্রেসের সক্রীয় কর্মি ছিলেন দলের সমস্ত কর্মসূচীতে অংশ গ্রহণ করতেন।মমতা ব্যানার্জীকে নি…
সুতাহাটা ব্লক তৃনমূল যুব কংগ্রেসের প্রাঃ সভাপতি দিয়ানত আলি মোল্লার মেজো দাদা শওকত আলী মোল্লা ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।তৃণমূল কংগ্রেসের সক্রীয় কর্মি ছিলেন দলের সমস্ত কর্মসূচীতে অংশ গ্রহণ করতেন।মমতা ব্যানার্জীকে নিজের মায়ের মতো ভালো বাসতেন।মমতা দির অন্ধ ভক্ত ছিলেন। তার মৃত্যুতে পুরো পরিবার সহ এলাকায় শোকের ছায়া।তার মৃত্যুর খবর পেয়ে ছোট থেকে বড়ো তৃনমূলের নেতা থেকে কর্মি অগণিত মানুষের ভীড় হয়।এই শোকের দিনে খবর শুনে তার বাড়িতে উপস্থিত হয় পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ সারথি মাইতি ও হলদিয়া শহরের তৃনমূল যুব কংগ্রেসের প্রাঃ যুব সভাপতি অর্নব দেবনাথ।অর্নব দেবনাথ বলেন আমার সমস্ত দলিয় প্রোগ্রামে শওকত বাবু পাশে থাকতেন।আমি নিজের দাদার থেকে ও বেশি ভালো বাসতাম। আজ উনি নাই আমি মানতে পারছিনা।উনি আমাকে উনার একটা ছেলের চাকরির ব্যাপারে বলেছিলেন আমি দলকে বলে উনার একটা ছেলের কাজ হয় তার ব্যবস্থা করবো।পার্থ সারথি মাইতি বলেন আমাদের দলের একজন সক্রিয় সৈনিক কে হারালাম এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
No comments