দীঘায় প্রায় ৪০০ হোটেল এবং ৪০০০ হাজার হোটেল কমর্চারী রয়েছেন। অন্যান্য বছর ২ মাসের সম পরিমাণ বেতনের বোনাস দেওয়া হতো। কিন্তু এবছর ৬ মাস লকডাউনের মধ্যে দীঘা পর্যটন কেন্দ্রে সব কিছু বন্ধ থাকার কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় বহু সং…
দীঘায় প্রায় ৪০০ হোটেল এবং ৪০০০ হাজার হোটেল কমর্চারী রয়েছেন। অন্যান্য বছর ২ মাসের সম পরিমাণ বেতনের বোনাস দেওয়া হতো। কিন্তু এবছর ৬ মাস লকডাউনের মধ্যে দীঘা পর্যটন কেন্দ্রে সব কিছু বন্ধ থাকার কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় বহু সংখ্যক কমর্চারী বেতন পাননি। তাই মালিক ও কমর্চারী উভয়েই কথা ভেবে দীঘা শংকরপুর হোটেলিয়ার্শ এ্যসোসিয়েশন অর্থাৎ মালিক সংগঠন আজ ১ মাসের বেতনের সমপরিমাণ বোনাস দেওয়ার কথা ঘোষণা করেন।
No comments