Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামের কলেজ মাঠে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মন্ত্রী শুভেন্দু

প্যারাসুট থেকে নামিনি, লিফ্টে ও উঠিনি। সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠেছি। ছোটলোকদের দিয়ে বাজে কথা বলিয়ে ভাবছে আমি উত্তর দেব। আমি ওই লেভেল-এ নীচে নামি না। নন্দীগ্রামের কলেজ মাঠে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করল…

 




প্যারাসুট থেকে নামিনি, লিফ্টে ও উঠিনি। সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠেছি। ছোটলোকদের দিয়ে বাজে কথা বলিয়ে ভাবছে আমি উত্তর দেব। আমি ওই লেভেল-এ নীচে নামি না। নন্দীগ্রামের কলেজ মাঠে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।তিনি আরও বলেন, কুকুর মানুষের পায়ে কামড়ালে মানুষ কখনও কুকুরের পায়ে কামড়ায় কি? 

১০নভেম্বর নন্দীগ্রামে রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তি। ওইদিন নন্দীগ্রামে বড় সমাবেশ হবে বলেও ঘোষণা করেন। নন্দীগ্রামের মানুষকে বিজয়ার শুভেচ্ছা জানালেন. এদিনের সভায় কোন দলীয় পতাকা ছাড়াই শুভেন্দু অধিকারী বেশকিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন জনপ্রতিনিধি হতে গেলে ধৈর্য ও সহ্য ক্ষমতা দুটোই থাকতে হয় আর আমার মধ্যে সেই সহ্য ক্ষমতা আছে।

 প্রসঙ্গত বর্তমান রাজ্য রাজনীতিতে তাকে নিয়ে সংবাদমাধ্যমে যে সমস্ত খবর পরিবেশিত হচ্ছে তাতে কান দিতে না বলেন। তিনি আরো বলেন যতক্ষণ না আমার মুখ থেকে কিছু শুনছেন ততক্ষণ কোনো কিছুতে কান দেবেন না। তিনি আরো বলেন যে নন্দীগ্রামের মানুষের সঙ্গে আমি ছিলাম আছি এবং আগামী দিনেও থাকবো।


No comments