Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গোগ্রাসে জি কে অগ্রদূত মিলন মন্দির ক্লাবের পক্ষ থেকে বনসৃজন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনে..

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার গোগ্রাস গ্রামে জি. কে. অগ্রদূত মিলন মন্দির ক্লাবের উদ্যোগে আয়োজিত হল প্রকৃতির সবুজায়নের লক্ষে সামাজিক বনসৃজন প্রকল্পের অনুষ্ঠানিক উদ্বোধন।এদিন এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন সমাজসেবী আবিদ…

 





পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার গোগ্রাস গ্রামে জি. কে. অগ্রদূত মিলন মন্দির ক্লাবের উদ্যোগে আয়োজিত হল প্রকৃতির সবুজায়নের লক্ষে সামাজিক বনসৃজন প্রকল্পের অনুষ্ঠানিক উদ্বোধন।এদিন এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন সমাজসেবী আবিদার মল্লিক।এছাড়াও উপস্থিত ছিলেন হাজি নজরুল ইসলাম,আসরাফ হোসেন,ক্লাবের সম্পাদক মানস নায়েক সহ বিশিষ্টজনেরা। আজ আনুষ্ঠানিকভাবে ১০০ টি চারা রোপন করা হয়।ক্লাব কতৃপক্ষ জানায় আগামী একবছরে স্থানীয় এলাকায় ৫০০০ হাজার চারা রোপনের লক্ষ রয়েছে। আজ তাঁর প্রাথমিক সূচনা হল বনসৃজন প্রকল্পের।ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।সমাজসেবী আবিদার মল্লিক বলেন-"জি.কে অগ্রদূত ক্লাবের হাতে আজ আমরা ২০০০ চারা তুলে দিলাম কারন এই ক্লাব সোস‍্যাল কাজকর্মের সাথে যুক্ত সেই কারনে ওনাদের হাতে তুলে দিলাম।ওই গাছগুলো ওনারা নিজেরা লাগাতে পারবেন ও বিভিন্ন মানুষকে দিতে পারবেন।যাতে সবুজ পৃথিবী ভরে উঠুক।"


No comments