সিটি সেন্টার হয়ে দুর্গাচকে যাচ্ছিল একটি মোটর বাইকের চারজন। কারোর মাথায় হেলমেট ছিল না বলে জানা যায দুর্গাচকে অভিমুখে দাঁড়িয়েছিল একটি ডাম্পার। মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে এইচপিএল লিন্ক …
সিটি সেন্টার হয়ে দুর্গাচকে যাচ্ছিল একটি মোটর বাইকের চারজন। কারোর মাথায় হেলমেট ছিল না বলে জানা যায দুর্গাচকে অভিমুখে দাঁড়িয়েছিল একটি ডাম্পার। মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে এইচপিএল লিন্ক রোড গোকুল ভোজ্যতেল কারখানার সামনে।স্পটেই মারা যায় একজন এবং স্থানীয় দুর্গাচক হাসপাতালে ভর্তি করায় তিন জন তার মধ্যে একজন গুরুতর ছিলেন। রাতেই মারা যায় একজন এবং দুজন এখন চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে খবর।
No comments