Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

breaking newsঃ স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্বাচনী কেন্দ্রের কাঁথি( দারুয়া) মহকুমা হাসপাতাল বেহাল...

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য  দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্বাচনী কেন্দ্রের কাঁথি( দারুয়া) মহকুমা হাসপাতাল  বেহাল অবস্থায় ধুঁকছে। সাধারণ রোগী দের চিকিৎসা পরিষেবা তলানিতে। গুরুতর অসুস্থ রোগী রা ঘন্টার পর …

 






পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য  দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্বাচনী কেন্দ্রের কাঁথি( দারুয়া) মহকুমা হাসপাতাল  বেহাল অবস্থায় ধুঁকছে। সাধারণ রোগী দের চিকিৎসা পরিষেবা তলানিতে। গুরুতর অসুস্থ রোগী রা ঘন্টার পর ঘন্টা রোগযন্ত্রণায় ছটফট করলেও কল বুক করা ডাক্তারের কোন দেখা নেই। করোনা অাবহে চিকিৎসা পরিষেবার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। গত মার্চ মাস থেকে অামফান দুর্যোগে হাসপাতালের জরুরী বিভাগের সামনে টিনের চাউনি সমূহ ছিন্নভিন্ন অবস্থায় পড়ে রয়েছে। রোগী দের অাত্মীয়,পরিবার - পরিজনদের রোদ, ঝড়বৃষ্টি তে অাশ্রয়স্হল এই ছাউনি গুলি।বিশেষ করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের বাহিরে শারিরীক দূরত্ব বিধি বজায় রাখতে এই ছাউনি গুলি খুবই কার্যকরী। গত ৬ / ৭ মাস ধরে এই ছাউনি গুলি মেরামতে হাসপাতাল কতৃপক্ষের কোন হেলদোলও নেই। হাসপাতাল কম্পাউন্ডে ময়লা ও অাবর্জনার স্তূপীকৃত অবস্থায় পরিবেশ দূষণের অবস্থা। অঝোর বৃষ্টিতে চপচপ অবস্থায় সকলের প্রানান্ত অবস্থা। সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য অাধিকারিককে ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে ছাউনি গুলি মেরামতের পাশাপাশি চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করনের দাবী জানিয়েছেন। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন সারা জেলায় চিকিৎসা পরিকাঠামো তছনছ হয়েছে। করেনা প্রকোপে চিকিৎসা পরিষেবা র বেহাল অবস্থা বেঅাব্রু হয়ে পড়েছে। অবিলম্বে চিকিৎসা পরিষেবা র বেহাল অবস্থা  না শুধরালো সাধারণ অসুস্হ মানুষকে চিকিৎসার অভাবে পড়ে পড়ে  মরা ছাড়া কোন পথ খোলা থাকবে না বলে জানান মামুদ হোসেন। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/N-2BNErPrYQ

No comments