পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের মেচেদায় রেশন দোকানে নিন্মমানের রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে।জানা গিয়েছে, ওই রেশন ডিলার মানুষকে নিন্মমানের রেশন সামগ্রী দিচ্ছিলেন।সেই সময় এই ঘটনা এক বাসিন্দার নজরে এলে তিনি…
পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের মেচেদায় রেশন দোকানে নিন্মমানের রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে।জানা গিয়েছে, ওই রেশন ডিলার মানুষকে নিন্মমানের রেশন সামগ্রী দিচ্ছিলেন।সেই সময় এই ঘটনা এক বাসিন্দার নজরে এলে তিনি এলাকাবাসীদের ঘটনাটি জানান।এরপর এলাকাবাসীরা ওই রেশন
ডিলার কাছে গিয়ে বিক্ষোভ দেখান।এই ঘটনার খবর পেয়ে খাদ্য কর্মাধ্যক্ষ সীরাজ খান ফোন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন এবং পুরো ব্যাপারটা খতিয়ে দেখেন এবং রেশন ডিলার খাদ্য কর্মাধ্যক্ষের কছে অভিযোগ করেন আজ সকালে রাইস গোড়াউন থেকে যে ৪৮ বস্তা চাল এসেছে ঐ সমস্ত চাল অত্যন্ত নিম্নমানের । এরপর খাদ্য কর্মাধ্যক্ষ সীরাজ খান ঐ রাইস মিলের মালিকে ফোন করেন এবং অবিলম্বে সমস্ত নিম্ন মানের চাল ঐ ডলারের কাছ থেকে নিয়ে গেয়ে নতুন চাল পাঠানোর নির্দেশ দেন । এবং ভবিষ্যতে আর যেন এই ধরনের ভুল না করেন তার জন্য ঐ রেশন ডিলার ও রাইস মিলের মালিকে সাবধান করেন এবং ভবিষ্যতে এই ভুল হলে তিনি কঠোরতম ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দেন ঐ রেশন ডিলার ও রাইস মিলের মালিকে।
No comments