Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজ ঃ নন্দকুমার বহুতল গোডাউনে আগুন

করোনার আবহাওয়া মানুষ যখন জর্জরিত। খাদ্য মজুদ গোডাউনে আগুন। গত ২৩শে মার্চ থেকে লকডাউন যার ফলে দোকানের খাদ্য সামগ্রী একটি ঘরের মধ্যে মজুত ছিল বলে জানা যায়। সেই গোডাউনে শর্ট সার্কিটের জেরে আগুন লেগে যায়।প্রসঙ্গত কয়েকদিন আগেই পূর…

 

করোনার আবহাওয়া মানুষ যখন জর্জরিত। খাদ্য মজুদ গোডাউনে আগুন। গত ২৩শে মার্চ থেকে লকডাউন যার ফলে দোকানের খাদ্য সামগ্রী একটি ঘরের মধ্যে মজুত ছিল বলে জানা যায়। সেই গোডাউনে শর্ট সার্কিটের জেরে আগুন লেগে যায়।

প্রসঙ্গত কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক ভবনে ইলেকট্রিক জাম্পার বক্সে আগুন লেগে যায়।

 জানা যায় একটি ইঁদুর ঢুকে গিয়েছিল এবং তার ফলে সার্কিট হয়ে গিয়েছিল। সে ধরনের কোন ঘটনা হয়েছে কিনা এখনো জানা যায়নি।

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/-AGj3mUB2sI

পূর্ব মেদিনীপুর এর নন্দকুমার থানার ৪১নম্বর জাতীয় সড়ক সংলগ্ন খঞ্চি বাজারে একটি গোডাউন এ ভয়াবহ আগুন। গোডাউন টি তে বিভিন্ন স্টেশনারি ও খাদ্য সামগ্রী মজুত ছিল বলে প্রাথমিক ভাবে খবর। আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়। স্থানীয়রা নেভানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি। ঘটনাস্থলে দমকল এর একটি ইঞ্জিন পৌঁছেছে ।নন্দকুমার থানার পুলিশ ও গিয়েছে। প্রাথমিক অনুমান সর্ট সার্কিট থেকেই আগুন।


No comments