পরিবর্তনে আরেক নাম নন্দীগ্রাম। রাজ্যের মন্ত্রী বিধায়ক শুভেন্দু অধিকারী এলাকায় রাস্তা বেহাল । এলাকার মানুষের দাবি দীর্ঘদিনসংস্কার না হওয়ার জন্য রাস্তা বেহাল অবস্থা। রাস্তার উপরে ধানের গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন।প্রসঙ্গত,নন্দীগ…
পরিবর্তনে আরেক নাম নন্দীগ্রাম। রাজ্যের মন্ত্রী বিধায়ক শুভেন্দু অধিকারী এলাকায় রাস্তা বেহাল । এলাকার মানুষের দাবি দীর্ঘদিনসংস্কার না হওয়ার জন্য রাস্তা বেহাল অবস্থা। রাস্তার উপরে ধানের গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন।
প্রসঙ্গত,নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া অঞ্চলের বরাচিরা ১৩১ নম্বর বুথ থেকে বৈষ্ণবচক হয়ে ঘোলপুকুর বাজার গামী রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন এর। প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার নন্দীগ্রাম 2 দক্ষিণ মন্ডল বিজেপি নেতৃত্ব ও গ্রামবাসীরা রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। গ্রামবাসী দের দাবি দীর্ঘদিন ধরে গ্রাম সদস্য সহ পঞ্চায়েত প্রধান ও প্রশাসনিক লোকজন কে অনুরোধ করেও কোন সুরাহা পাননি। শুধু প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে গেছে সবাই। কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই গ্রামবাসীরা আজ বিজেপির নেতৃত্ব এই বিক্ষোভ কর্মসূচি করে।
No comments