Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আত্মা প্রকল্পে নন্দকুমার ব্লকে মাগুর মাছের পোনা বিতরণ

ভিডিও দেখতে ক্লিক করুননন্দকুমার ব্লকে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি প্রযুক্তি প্রচলন সংস্থার আত্মা প্রকল্পে ৫০ জন বেনিফিসারী কে ৪২৫ টি করে মাগুর মাছের পোনা বিলি করা হয়। এ পি ও ভাস্কর বাড়ই বলেন মূলত বর্তমানে আমাদের জিওল মাছের সংকট দেখ…

 



ভিডিও দেখতে ক্লিক করুন

নন্দকুমার ব্লকে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি প্রযুক্তি প্রচলন সংস্থার আত্মা প্রকল্পে ৫০ জন বেনিফিসারী কে ৪২৫ টি করে মাগুর মাছের পোনা বিলি করা হয়। এ পি ও ভাস্কর বাড়ই বলেন মূলত বর্তমানে আমাদের জিওল মাছের সংকট দেখা দিয়েছে তাই জিওল মাছের ভারসাম্য বজায় রাখতে আমরা কখনো সিঙ্গি মাছ, কখনো মাগুর, মাছ কখনো গাপ্পি মাছ আমরা বিলি করে থাকি। উপস্থিত ছিলেন নন্দকুমার ব্লক এর বিডিও শানু বক্সী, পঞ্চায়েত সমিতির সভাপতি দিননাথ দাস , কৃষি কর্মদক্ষ্য প্রদীপ মাইতি ও ব্লক টেকনোলজি ম্যানেজার সুকুমার দাস প্রমূখ।

এক বেনিফিসারী রাঙামাটি জলপাই প্যারি মদন মোহন মন্ডল তিনি বলেন মাগুর মাছ এখনতো পুকুরে দেখাই যায় না আমার একটি ১৫ কাটা পুকুর রয়েছে সেই পুকুরেই চাষ করব এবং লক্ষ্য নজর করে রাখবো। এই মাছের চারা সাধারণত আমরা বাজারে কিনতে পারি না তাই এই ব্লক থেকে পেয়ে ভীষণ আনন্দিত।


No comments