Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৩ সেপ্টেম্বর সন্ধ্যে ৭টায় বিজ্ঞান আন্দোলন,পূর্ব মেদিনীপুর ফেসবুক গ্রুপে এই আলোচনা সরাসরি শুনতে পাবেন।আলোচক- অধ্যাপক অরুণাভ মিশ্র

অলৌকিক কোন শক্তির দ্বারা বা অদৃষ্টের দ্বারা মানুষের ভবিষ্যত নির্ধারিত হয়না।" -   ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।                                                    আজ থেকে ২০০ বছর পূর্বে  এমনই এক সেপ্টেম্বর মাসে আবির্ভূত হয়েছিলেন …

 




অলৌকিক কোন শক্তির দ্বারা বা অদৃষ্টের দ্বারা মানুষের ভবিষ্যত নির্ধারিত হয়না।" -   ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।                                                    আজ থেকে ২০০ বছর পূর্বে  এমনই এক সেপ্টেম্বর মাসে আবির্ভূত হয়েছিলেন উনবিংশ শতাব্দীর যুগপুরুষ, সুমধুর বাংলা গদ্যের জনক, সমাজ সংস্কারক, নির্ভীক, দানশীল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।তাঁর  জন্মের ২০০ বছরের শুরুতে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ  ,পূর্ব মেদিনীপুর জেলা বিভিন্নভাবে নানা প্রতিযোগিতার আয়োজনে, ছাত্র ছাত্রীদের কাছে তাঁর জীবনী, ভাবধারা ও আদর্শকে তুলে ধরার মধ্যে,সমগ্র জেলাব্যাপী ৭ দিন ধরে বিদ্যাসাগর বিজ্ঞান অভিযান পরিচালনা প্রভৃতি নানা কর্মসূচির মধ্য দিয়ে জনমানসে তাঁর কুসংস্কারমুক্ত মনন, যুক্তিবাদী চেতনা, বিজ্ঞানভাবনা প্রচার করে বৈজ্ঞানিক মেজাজ তৈরি  ও এই মহামানবকে স্মরণ করার চেষ্টা করেছি।গত প্রায় ৬ মাস কোভিড্ ও  আমফাণ আমাদের কাজকর্মের অভিমুখ কিছুটা হলেও পরিবর্তিত করেছে। অসহায় মানুষদের কাছে আমরা পৌঁছে দিয়েছি আমাদের সাধ্যমতো খাবার, মাস্ক, স্যানিটাইজার, সাবান জামাকাপড় সহ নানা প্রয়োজনীয় সামগ্রী নিয়ে। কিন্তু বিদ্যাসাগরের অবদানকে আমাদের কোনভাবে বিস্মিত হলে চলবে না। এই করোনা কালে বাইরে বেরিয়ে তাঁকে নিয়ে কোন অনুষ্ঠান করার অনুমতি মিলবে না। তাই তাঁর,প্রজ্ঞা,নিষ্ঠা,মানবতাবোধ ও বিজ্ঞানী মন নিয়ে আমরা সামাজিক মাধ্যমে একটি লাইভ আলোচনার আয়োজন করেছি। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যে ৭টায় বিজ্ঞান আন্দোলন,পূর্ব মেদিনীপুর ফেসবুক গ্রুপে এই আলোচনা সরাসরি শুনতে পাবেন।আলোচক- অধ্যাপক অরুণাভ মিশ্র ,বিদ্যাসাগর কলেজ ,কলকাতা।                                        আসুন, এই আধুনিক,যুক্তিবাদী,প্রগতিশীল মানুষটি কে শ্রদ্ধায় স্মরণ করি।


No comments