Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বাম গণসংগঠন

দেশপ্রাণ ব্লকের সিঅাইটিইউ, কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, গণতান্ত্রিক মহিলা সমিতি, ডিওয়াইএফঅাই,এসএফঅাই,পরিযায়ী শ্রমিক সংগঠন সমূহের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে সুকুমার সেনগুপ্ত স্মৃতি ভবনের মিটিং হলে একটি গুরুত্বপূর্ণ সভা অায়োজিত হয়।…

 





দেশপ্রাণ ব্লকের সিঅাইটিইউ, কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, গণতান্ত্রিক মহিলা সমিতি, ডিওয়াইএফঅাই,এসএফঅাই,পরিযায়ী শ্রমিক সংগঠন সমূহের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে সুকুমার সেনগুপ্ত স্মৃতি ভবনের মিটিং হলে একটি গুরুত্বপূর্ণ সভা অায়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষক সভা র  নেতা তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অাশীষ গিরি। জেলা সিপিঅাই(এম )সম্পাদক নিরঞ্জন সিহি, রাজ্য নেতৃত্ব হিমাংশু দাস, জেলা নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি প্রমুখ নেতৃবৃন্দ। দেশপ্রাণ ব্লকের বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন, সঞ্জিত দাস, সুতনু মাইতি, তাপস মিশ্র, মানিক গারু, গৌতম প্রধান, শক্তিপদ পণ্ডা, সলিল বরণ মান্না, চন্দন দাস, শ্রীপতি মণ্ডল, সেক নুরুল অালি প্রমুখ নেতৃবৃন্দ। জেলা সম্পাদক নিরঞ্জন সিহি অামফান অনুদান নিয়ে অনিয়ম-বেনিয়মের বিরুদ্ধে, পরিযায়ী শ্রমিকদের অনুদান প্রদান ও কর্মসংস্থানের ব্যবস্হা গ্রহন সহ বিভিন্ন দাবীসমূহের ভিত্তিতে বুথে বুথে জনসংযোগ অভিযান পরিচালনা করতে হবে। সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সহঃ সম্পাদক হিমাংশু দাস ক্ষেতমজুর দের স্বার্থে নারেগায় ১০০ দিনের কাজ কে ২০০ দিন করা সহ দৈনিক মজুরী ৬০০ টাকা করার দাবীতে ব্লক,  গ্রামপঞ্চায়েত ও বুথ স্তরে সংগঠিত করতে হবে। সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন পরিযায়ী ও কর্মহীন শ্রমিকদের কর্মসংস্হানের দাবীতে অান্দোলন ও সংগ্রাম সংগঠিত করা হবে।প্রতিটি ব্লকে কোভিড চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে স্বাস্থ্য অাধিকারিককে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী রূপায়িত করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান মামুদ হোসেন। নয়া শিক্ষানীতি বাতিলের দাবীতে শিক্ষক, ছাত্র ও সর্বস্তরের জনগণকে নিয়ে বুথস্তর পর্যন্ত অান্দোলন সংগঠিত করা হবে বলে জানান শিক্ষক নেতা মামুদ হোসেন।



No comments