Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া ড্রোন রহস্য ! তদন্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর

সীমান্তে উত্তেজনার মধ্যে,হলদিয়াতে বন্দর ও আইওসির উপরে দুটি রহস্য জনক ড্রোনচিন ও ভারতের লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যেই  পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে  ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসি এবং হলদিয়া বন্দরের সদর দফতরের মাথার উপর পর প…

 




সীমান্তে উত্তেজনার মধ্যে,হলদিয়াতে বন্দর ও আইওসির উপরে দুটি রহস্য জনক ড্রোন

চিন ও ভারতের লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যেই  পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে  ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসি এবং হলদিয়া বন্দরের সদর দফতরের মাথার উপর পর পর দু’দিন ড্রোন উড়তে দেখে রীতিমতো রহস্য দানা বাঁধলো।ঘটনাটা নজরে আসার সাথে সাথে একে গুলি করে নামানোর চেষ্টা করলেও ব্যার্থ হয়েছে শিল্প নিরাপত্তা বাহিনী।সঙ্গে সঙ্গে ড্রোন দু’টি পাতিখালির দিকে উড়ে চলে যায়।এর পর ফের ১৪ আগস্ট সকাল ৮.৩০মিনিট নাগাদ ইনল্যান্ড ওয়াটারওয়েজ জেটির মাথার উপর ওই ড্রোন দু’টি আবার দেখা যায়।

No comments