শিল্প শহর হলদিয়ার অন্তর্গত থানা পুলিশ আধিকারিক সহ কর্মীদের করণা আক্রান্ত অব্যাহত। হলদিয়া সুতাহাটা থানার পুলিশ কর্মীদের করোনা পজেটিভ রিপোর্ট আশায় আতঙ্কিত এলাকার মানুষ।স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় সুতাহাটা থানার এক পুলিশ আধি…
Add caption |
শিল্প শহর হলদিয়ার অন্তর্গত থানা পুলিশ আধিকারিক সহ কর্মীদের করণা আক্রান্ত অব্যাহত।
হলদিয়া সুতাহাটা থানার পুলিশ কর্মীদের করোনা পজেটিভ রিপোর্ট আশায় আতঙ্কিত এলাকার মানুষ।স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় সুতাহাটা থানার এক পুলিশ আধিকারিক এবং চার পুলিশ কর্মী করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছিল। সকালে করোনা পজেটিভ রিপোর্ট আসে এতে আতঙ্ক ছড়িয়েছে থানা অন্যান্য পুলিশ কর্মীদের মধ্যে। যারা বিভিন্ন প্রয়োজনে এসেছিলেন তারা ও আতঙ্কিত। আতঙ্কের মধ্যে কয়েকজন বড় হাসপাতাল এবং অন্যদের হলদিয়া রাখা হয়েছে আর তাদের সংস্পর্শে আসা মানুষদের তালিকা তৈরি করেছে স্বাস্থ্য দপ্তর উপর পরীক্ষা করা হবে এটা ভেবেই ভয় পাচ্ছেন এলাকার মানুষউপসর্গ না থাকলে পরীক্ষা করা যাবে না এটা ভেবেই ভয় পাচ্ছে। অন্যান্য পুলিশকর্মীরা তাদের বক্তব্য যেহেতু বাড়িতে পরিবার পরিজন নিয়ে থাকেন সেক্ষেত্রে করোনা সংক্রমণ হলে তারা অনেকেই ক্ষেত্রে বিপদজনক হতে পারে। হলদিয়া মহাকুমার পুলিশ আধিকারিক তনময় মুখোপাধ্যায় বললেন ওই পাঁচ পুলিশ কর্মী সংস্পর্শে যারা এসেছিলেন তাদের কারনা পরীক্ষা করা হবে থানায় যেসব কারণে উপসর্গ রয়েছে প্রথমে তাদের পরীক্ষা করা হবে । এদিকে ভবানীপুর থানার গত তিন দিনে কয়েক জন আক্রান্ত হলেন। এই নিয়ে শিল্পশহর হলদিয়া এখন আতঙ্কিত।
No comments