Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রয়াত হলেন গান্ধী বুড়ো পাঁশকুড়ার গর্ব রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক নির্মল চন্দ্র মাইতি

প্রয়াত হলেন পাঁশকুড়ার গর্ব রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শ‍্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ‍্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট  নির্মল চন্দ্র মাইতি।ইন্দ্রপতন ঘটলো পাঁশকুড়ার  শিক্ষাব‍্যবস্থার।নিজের হাতে…

 







প্রয়াত হলেন পাঁশকুড়ার গর্ব রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শ‍্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ‍্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট  নির্মল চন্দ্র মাইতি।ইন্দ্রপতন ঘটলো পাঁশকুড়ার  শিক্ষাব‍্যবস্থার।নিজের হাতেই শিক্ষাব‍্যবস্থার গুরুভার তুলে নিয়েছিলেন।খালি পায়ে হাটতেন বলে নাম অনেকে বলতেন খালীপদ বাবু। জীবনের প্রতিটি ক্ষনেই গ্রামের ছেলেমেয়েদের জন‍্য জেনারেল কলেজ গড়ার কাজে ব্রতী ছিলেন।শত সমস্যার মাঝেও গড়ে তুলেছিলেন সিদ্ধিনাথ মহাবিদ্যালয়।ওনার প্রয়ানে শোকস্তব্ধ শিক্ষাব্যবস্থা।করোনা মহামারিকে পিছনে ফেলে মাক্স পরে গ্রামবাসীরা ভীড় করেন।১৮ সেপ্টেম্বর  শরীরিক অসুস্থতায় ভর্তি হন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে।২৯ সেপ্টেম্বর  এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে হার্ট অ‍্য‍াটাকে মারা যান।ওনাকে শ্রদ্ধা জানতে আসেন ওনার ছাত্রছাত্রী,গ্রামবাসী,নেতৃত্ববর্গরা।ছেলে অরুনাভ জানান -"বাবার স্বপ্ন ছিলো ইঞ্জিনিয়ারিং ও পলিটেকনিক কলেজ করার।শেষ সময়েও সেই কথা আমাদের বললেন।আমরা সবার সহযোগিতা পেলে সেই স্বপ্নও পূরন করার চেষ্টা করবো।

No comments