Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তাম্রলিপ্ত পুরসভায় পুর স্বাস্থ্যকর্মীদের ডেপুটেশন

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/5H_WIAHVe-Y
পশ্চিমবঙ্গ পুরস্বাস্থ্যকর্মী ইউনিয়নের তমলুক শাখার পক্ষ থেকে ৬ দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার তমলুক ব্লকের তাম্রলিপ্ত পুরসভার প্রশাসক কাছে ডেপুটেশন দিল পুর স্বাস্থ্যকর্মীরা।মূলত বেতন…

 


ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/5H_WIAHVe-Y


পশ্চিমবঙ্গ পুরস্বাস্থ্যকর্মী ইউনিয়নের তমলুক শাখার পক্ষ থেকে ৬ দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার তমলুক ব্লকের তাম্রলিপ্ত পুরসভার প্রশাসক কাছে ডেপুটেশন দিল পুর স্বাস্থ্যকর্মীরা।মূলত বেতন বৃদ্ধি,অবসরকালীন ভাতা,অবসরের বয়স বৃদ্ধি, স্থায়ীকরণ সমেত মোট দশ দফা দাবির ভিত্তিতে এদিন ডেপুটেশন দেওয়া হয় বলে জানা যাচ্ছে।  এক স্বাস্থ্যকর্মী বলেন,আশাকর্মীদের বেতন বৃদ্ধি হয়ে পাঁচ হাজার হয়েছে।অথচ আমাদের বেতন বাড়েনি।পশ্চিমবঙ্গ পৌরস্বাস্থ্য কর্মী ইউনিয়নের তরফ থেকে তাম্রলিপ্ত পৌরসভায় বিক্ষোভ দেখানো হলো ও প্রশাসক এর কাছে ডেপুটেশন দেওয়া হলো। পৌরস্বাস্থ্য কর্মীদের স্থায়ীকরন, বেতন বৃদ্ধি, অবসরকালী ভাতা প্রদান, সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা,করোনা ভাতা, অবসরের সময়সীমা ,৬৫ বছর করা ইত্যাদি দাবিতে তারা মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যে আবেদন করেও কোন সুরাহা মেলেনি। তাই আজ তারা ফের বিক্ষোভ দেখালেন তাম্রলিপ্ত পৌরসভার সামনে। এরপর তারা মুখ্যমন্ত্রীর উদ্দ্যেশে স্মারকলিপি জমা দেন তাম্রলিপ্ত পৌরসভার বর্তমান প্রশাসক রবীন্দ্রনাথ সেন এর কাছে। পৌরস্বাস্থ‍্য কর্মী ইউনিয়নের পক্ষে আজুরা বিবি জানান-"আমারা আজ ৬ দফা দাবী নিয়ে এসেছি।আমাদের স্থায়ী কর্মীর স্বীকৃতি দিতে হবে,স্থায়িকরন, বেতন বৃদ্ধি, অবসরকালী ভাতা প্রদান, সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা,করোনা ভাতা, অবসরের সময়সীমা 65 বছর করতে হবে"।এ বিষয়ে তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন বলেন-"কাজের তুলনায় তারা ঠিকমতো বেতন পাচ্ছেন না বিষয়টি ঠিক,তিনি এই স্মারকলিপিটি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন এমন আশ্বাস দেন"।







No comments