Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজ ঃ করোনাকালে স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা

এগরা-১ ব্লকের চাটলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও এগরা-২ ব্লকের শ্যামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থায় এলাকার সাধারন মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। উভয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা র  জন্য এলাকার হাজা…

 





এগরা-১ ব্লকের চাটলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও এগরা-২ ব্লকের শ্যামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থায় এলাকার সাধারন মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। উভয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা র  জন্য এলাকার হাজার হাজার মানুষ নির্ভরশীল।বিনা ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মী দের অপ্রতুলতায় দুটি স্বাস্থ্য কেন্দ্র ভেন্টিলেশনেই রয়েছে। ফার্মাসিস্টই ভরসা চিকিৎসা পরিষেবা চালু রাখার জন্য।তাও সবদিন চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ নেই। দীর্ঘ দিন রক্ষণাবেক্ষণের অভাবে দুটি স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো নড়বড়ে হয়ে পড়েছে। কোভিড পরিস্থিতিতে মানুষজন যখন স্হানীয় ভাবে বেশী বেশী করে চিকিৎসা পরিষেবা পেতে চাইছেন তখন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অবহেলার শিকার কাঁথি ও  এগরা মহকুমা র অধিকাংশ ব্লক ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সমূহ। দেশপ্রাণ ব্লকের দৌলতপুর, বড়বানতলিয়া,কাঁথি-১ ব্লকের নয়াপুট,কুলবেড়িয়া, কাঁথি-৩ ব্লকের বনমালীচট্টা, বাহিরী সহ বিভিন্ন উপস্বাস্হ্য কেন্দ্র সমূহ প্রয়োজনীয় ডাক্তার, নার্স,স্বাস্থ্য কর্মী, পরিকাঠামো, বেড,ওষুধপত্রের অভাবে ধুঁকে ধুঁকে চলছে।রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের কোন হেলদোল নেই। সমস্ত ব্লকে কোভিড হাসপাতাল গড়ে তোলার কোন সক্রিয় উদ্যোগ ছোখে পড়ে না।অথচ করোনা সংক্রমণ দেশ ও রাজ্যে চড়চড় করে বাড়তেই অাছে। এমনকি কাঁথি শহরে সঞ্জীবনী কোভিড হাসপাতালে চিকিৎসা পরিষেবা ও পথ্যের অভাবে করোনা অাক্রান্ত রোগীদের পথে নামতে হচ্ছে। সাধারণ মানুষ করোনা অাতঙ্কে জাতীয় সড়কে ছোটাছুটি করতে বাধ্য হচ্ছেন।খোদ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্বাচনী কেন্দ্রের কাঁথি মহকুমা হাসপাতাল ও সঞ্জীবনী কোভিড হাসপাতালে চিকিৎসা পরিষেবার এই বেহাল অবস্থা হয় তাহলে রাজ্যের চিকিৎসা পরিষেবা কোন তলানিতে তা সহজেই অনুমেয়। অথচ রাজ্য সরকারের চিকিৎসা ক্ষেত্রে সাফল্যের ঢাকঢোল পিটানো অব্যাহত আছে। চাটলা,শ্যামপুর সহ সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও উপস্বাহ্য সমূহ সহ তমলুক জেলা হাসপাতাল এবং কাঁথি মহকুমা সহ সমস্ত মহকুমা হাসপাতাল ও কোভিড হাসপাতালে চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করনের দাবীতে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা কে ই-মেইল বার্তা পাঠিয়েছেন সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন বর্তমান রাজ্য সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ অথচ মেকি সাফল্যের ঢ্যঁড়া পেটানো ছাড়া অার কোন কাজই নেই।



No comments