কাঁথি(দারুয়া)মহকুমা হাসপাতাল থেকে দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের ভবানীমোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ পীচ রাস্তা র অধিকাংশই খানাখন্দ ও থৈথৈ জলে ভাসছে। কাঁথি পলিটেকনিক কলেজের সামনে রঘুরামপুর কালীহাটের কাছে রাস্তায় চলাচলের জন্য নৌকাবিহার ছ…
কাঁথি(দারুয়া)মহকুমা হাসপাতাল থেকে দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের ভবানীমোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ পীচ রাস্তা র অধিকাংশই খানাখন্দ ও থৈথৈ জলে ভাসছে। কাঁথি পলিটেকনিক কলেজের সামনে রঘুরামপুর কালীহাটের কাছে রাস্তায় চলাচলের জন্য নৌকাবিহার ছাড়া কোন বিকল্প পথ নেই।অগত্যা স্হানীয় লোকজন রাস্তায় সকাল থেকেই প্রতীকী প্রতিবাদ কর্মসূচী হিসাবে ধানচারা রোপণ করতে নেমে পড়েছেন।অামফান দুর্যোগে রাস্তাঘাট ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। ধারাবাহিক নিম্নচাপের অতিবৃষ্টি তে রাস্তাঘাট জলাশয়ের রূপ নিয়েছে। মোটরসাইকেল, সাইকেল,অটোরিকশা, টোটো,মালবাহী গাড়ী রাস্তায় খানাখন্দে মুখ থুবড়ে পড়া অাকছার ঘটছে। সাধারণ যাত্রীদের ভোগান্তি র শেষ নেই। মহিলা দের অাব্রু রক্ষা করা রীতিমতো কঠিন বিষয়। পেটুয়া মৎস্য বন্দর, দারিয়াপুর কপালকুণ্ডলা মন্দির, পলিটেকনিক কলেজ,হিজলী মসনদ-ই অালা,অবর বিদ্যালয় পরিদর্শক অফিস যাওয়ার গুরুত্বপূর্ণ যোগাযোগ রাস্তা নিয়ে ত্রিস্তর পঞ্চায়েত বা প্রশাসনের কোন হেলদোল নেই। নার্সারি ( চারা ব্যবসা),কাজুবাদাম, সব্জীঅানাজ সব কিছু র কেন্দ্রস্থল অাদাবেড়িয়া ও চালতি মার্কেট। সর্বোপরী কাঁথি(দারুয়া) মহকুমা হাসপাতালে যাওয়ার গুরুত্বপূর্ণ যোগাযোগ রাস্তা টি কার্যতঃ অাই সিইউ তে ধুঁকছে। অামফান অনুদান ৫০০ কোটি টাকা নিয়ে হরিরলুট চলছে। অখচ রাস্তা মেরামতী নিয়ে কোন অর্থবরাদ্দের চিহ্নমাত্র নেই।সামনে পুজার মরশুমে ভোগান্তি কোন যায়গায় পৌঁছাবে ভাবলে গা শিউরে ওঠে। বছর ঘুরলেই বিধানসভার নির্বাচন। মানুষের ভয়াবহ অভিজ্ঞতা র কোন মূল্য কি সরকারের কাছে মূল্যহীন।সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলাশাসক কে ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে দারুয়া হাসপাতাল - চালতি ভবানী মোড় রাস্তা সহ সমস্ত ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট মেরামতী র জন্য অর্থ বরাদ্দের দাবী জানিয়েছেন। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন গ্রামবাংলার রাস্তাঘাটের কঙ্কালসার চেহারা রাজ্য সরকারের ভেঙে পড়া প্রশাসনিক কাঠামোর বেঅাব্রু রূপ কে উন্মুক্ত করে দিয়েছে। লজ্জা ঢাকবার অার কোন পথ অাছে বলে মনে হয় না বলে অভিমত ব্যক্ত করেন সিপিঅাইএম নেতা মামুদ হোসেন।
No comments