Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজঃচিকিৎসায় গাফিলতির অভিযোগ কাঁথি মহকুমা হাসপাতালের এক চিকিৎসক ও একটি বেসরকারি নার্সিং হোম এর বিরুদ্ধে

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/WmdVw2Wy5Fc
এক মহিলার চিকিৎসায় গাফিলতির অভিযোগ কাঁথি মহকুমা হাসপাতালের এক চিকিৎসক ও একটি বেসরকারি নার্সিং হোম এর বিরুদ্ধে । সুমন বিবি নামে বছর কুড়ির ওই মহিলা পেটের ব্যথা নিয়ে কাঁথি মহকুমা…

 


ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/WmdVw2Wy5Fc


এক মহিলার চিকিৎসায় গাফিলতির অভিযোগ কাঁথি মহকুমা হাসপাতালের এক চিকিৎসক ও একটি বেসরকারি নার্সিং হোম এর বিরুদ্ধে । সুমন বিবি নামে বছর কুড়ির ওই মহিলা পেটের ব্যথা নিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে গাইনি চিকিৎসক বিতান বিশ্বাসের চেম্বার এ যান । ওই রোগীকে দেখার পরে বিতান বিশ্বাস মহিলার পরিবারের লোকজনকে বলেন মহিলার ইউট্রাস এর প্রবলেম রয়েছে । অপারেশন করতে হবে । পরিবার ডাক্তারের কথায় রাজি হন । তারপরে ডাক্তার রেফার করেন তাকে কাঁথির  একটি বেসরকারি নার্সিংহোমে । কুড়ি তারিখে অপারেশন টেবিলে তোলা হয় ওই মহিলা । অপারেশন করার আগেই ডাক্তার জানান তার ইউট্রাস এর  কোন প্রবলেম নেই । বাচ্চা ঠিক জায়গাতেই রয়েছে ।কিন্তু ওনার অ্যাপ্রেন্টিস থাকার জন্য তা অপারেশন করতে হবে ।আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক । রোগীর বাড়ির লোকজন বলেন যে আপনি যে কারণে অপারেশন টেবিলে তুলেছিলেন সেটি অপারেশন না করে। অন্য জিনিসের কেন অপারেশন করছেন । অভিযোগ এই অপারেশনের ব্যাপারে রোগীর বাড়ির লোককে অন্ধকারে রেখেই অপারেশন করা হয় । রোগীর পরিবারের লোকজনের প্রশ্ন সোনোগ্রাফি  রিপোর্ট না করেই অপারেশন করেন ডাক্তার। এই মর্মে গতকাল রাতে পরিবারের তরফে কাঁথি থানায় অভিযোগ দায়ের করা হয় ইমেইল মারফত । যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ সমস্ত দায় চাপিয়েছেন ডক্টর বিতান বিশ্বাসের ওপরেই । নার্সিংহোম কর্তৃপক্ষ বলেন ওই রোগের ব্যাপারে যা করার বা টাকা নেয়ার সবকিছুই করেছেন বিতান বিশ্বাস । উনি নিজেই জেনারেল সার্জেন্ট  কে কল করে অপারেশন করিয়েছেন । তবে এই ব্যাপারে ডক্টর বিতান বিশ্বাস মুখে কুলুপ এঁটেছেন । বারবার ওনার সঙ্গে যোগাযোগ করা হলেও উনি কোন উত্তর দিতে চাননি । এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ এর পাশাপাশি আদালতের দ্বারস্থ হতে চলেছে পরিবার । 

No comments