Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজ ঃ অধিকারী পরিবারের সদস্য করোনায় আক্রান্ত

অধিকারী পরিবারের এক সদস্য করোনা আক্রান্ত করোনা আতংক তাড়িয়ে বেড়াচ্ছে সারা পৃথিবীকে।সেই আতংক থেকে বাদ যায়নি পূর্ব মেদিনীপুর জেলাও।এই জেলার অন্যান্য প্রান্তের সাথে কাঁথিতেও নিত্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়চ্ছে করোনার প্রকোপ।এবার রাজ্যের প…

 





অধিকারী পরিবারের এক সদস্য করোনা আক্রান্ত করোনা আতংক তাড়িয়ে বেড়াচ্ছে সারা পৃথিবীকে।সেই আতংক থেকে বাদ যায়নি

 পূর্ব মেদিনীপুর জেলাও।এই জেলার অন্যান্য প্রান্তের সাথে কাঁথিতেও নিত্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়চ্ছে করোনার প্রকোপ।এবার রাজ্যের পরিবহন,সেচ ও জলসম্পদ মন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাইপো আক্রান্ত হলেন করোনা ভাইরাসে।সোস্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই সেই কথা জানিয়েছেন মন্ত্রীর ভাইপো তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীর নাতি দেবদীপ অধিকারী।

এগরায় এক চিকিৎস্যকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় মারন ভাইরাস করোনা সংক্রমনের সূচনা।এর পর এগরার পাশাপাশি কাঁথি-হলদিয়া-তমলুক-কোলাঘাট সর্বত্র লাফিয়ে লাফিয়ে বেড়ে করোনা সংক্রমনের প্রকোপ।একে ঘিরে ভালো - খারাপ সব ধরনের ঘটনার স্বাক্ষী থেকেছে সারা জেলা।করোনার প্রকোপে  অকালে প্রয়াত হয়েছেন এগরার তিন বারের বিধায়ক তথা বলাগেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের কয়েক দশকের চেয়ারম্যান সমরেশ দাস,কাঁথির প্রাক্তন কাউন্সিলার ভবতোষ বেরা,ব্যাবসায়ী গৌতম জানা প্রমুখ।আক্রান্ত হলেও দ্রুত সুস্থ্য হয়ে গেছেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র,রামনগরের বিধায়ক অখিল গিরির ছেলে তথা যুব তৃনমূল কংগ্রসের রাজ্য সহ সভাপতি সুপ্রকাশ গিরি প্রমুখ।এছাড়াও প্রতিদিন বহু করোনা আক্রান্ত সুস্থ্য হচ্ছেন।


এর মধ্যেই করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে  অধিকারী পরিবারের কনিষ্ঠ সদস্য তথা শিশির অধিকারীর নাতি দেবদীপ অধিকারীর। জানা গেছে দেবদীপ আপাতত কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি।

সূত্র মারফত জানা গিয়েছে যে  দেবদীপ অধিকারী সম্ভবত  এক বন্ধুর থেকেই আক্রান্ত হয়ে পড়েছে । একদিন আগেই করোনা ধরা পড়ে সেই বন্ধুর। আক্রান্ত ওই বন্ধু এখন কাঁথির এক কোভিড হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানা গেছে।তবে এই বিষয়ে অধিকারী পরিবারের কোন সদস্যের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

No comments