Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

breaking newsঃ তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ ১৫০ জন

পরিবর্তনে আরেক নাম নন্দীগ্রাম।নন্দীগ্রামের ভূমি আন্দোলন কে সামনে রেখেই উত্তাল ভূমি রক্ষা কমিটি। শাসকদল বামফ্রন্ট ধীরে ধীরে মানুষের কাছ থেকে আস্থা হারিয়ে ফেলে। নন্দীগ্রাম পরিবর্তনের হাওয়া মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির ন…

 




পরিবর্তনে আরেক নাম নন্দীগ্রাম।নন্দীগ্রামের ভূমি আন্দোলন কে সামনে রেখেই উত্তাল ভূমি রক্ষা কমিটি। শাসকদল বামফ্রন্ট ধীরে ধীরে মানুষের কাছ থেকে আস্থা হারিয়ে ফেলে। নন্দীগ্রাম পরিবর্তনের হাওয়া মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। সেই মা মাটি মানুষের সরকারের বর্তমান পরিবহন মন্ত্রী বিধায়ক নন্দীগ্রাম থেকে নির্বাচিত সেই নন্দিগ্রামের মাটি ধীরে ধীরে বিরোধী রাজনৈতিক দলের হাত শক্ত করছে?নন্দীগ্রামে  বিজেপিতে যোগ তৃণমূল ও সিপিএম ছেড়ে   ।

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের   বয়াল ২গ্রাম পঞ্চায়েতের  বলরামপুর গ্রামের ১৪ ও ২১ নম্বর বুথে বিজেপি কার্যালয়ের উদ্বোধননে শাসক দল তৃণমূল ও সিপিএম থেক এদিন তমলুক জেলা সাংগঠনিক সহ-সভাপতি প্রলয় পাল ও এই এলাকার মন্ডল সভাপতির  নেতৃত্বে ১৫০ জন যোগ দিল বিজেপি তে।

এদিন নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন তমলুক জেলা সাংগঠনীক বিজেপির  সহ সভাপতি প্রলয় পাল।

তৃণমূলও সিপিএম থেকে ৫০ টি পরিবারের প্রায় দেড়শজন জন  বিজেপিতে যোগদান করে সকাল ১১টায় বলরামপুর নির্মীয়মান পাটি অফিসে।

No comments