কারনা ভাইরাসের প্রকোপ এ স্বেচ্ছা রক্তদান শিবির প্রায় বন্ধ বললেই চলে। সামাজিক দূরত্ব বেড়ে রক্তদান শিবির করা খুবই কষ্টকর। তা সত্ত্বেও পুলিশ ও কিছু স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করেন। সেখানে রক্তে রক্তের ভান্ডার খালি …
কারনা ভাইরাসের প্রকোপ এ স্বেচ্ছা রক্তদান শিবির প্রায় বন্ধ বললেই চলে। সামাজিক দূরত্ব বেড়ে রক্তদান শিবির করা খুবই কষ্টকর। তা সত্ত্বেও পুলিশ ও কিছু স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করেন। সেখানে রক্তে রক্তের ভান্ডার খালি বললেই চলে। জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সরাসরি মুমূর্ষু রোগীকে রক্ত দিতে প্রস্তুত। মুমূর্ষ রোগীর খবর পেলেই সরাসরি হাসপাতালে গিয়ে রক্ত দিলেন।
কাঁথি থানার সিরিয়া গ্রামের একটি সিভিক ভোলেন্টিয়ার বন্ধুবর নিমাইদাস এর বাবা অসুস্থ্যতার খবর পাওয়া মাত্র নীলগিরী ফাউন্ডেশান এর চেয়ারম্যান মাননীয় অনিমেষ গিরী মহাশয় এবং গুরুত্বপূর্ণ সদস্য সৌগত বোস এর তৎপরতায় o+রক্তদাতা কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন অধিবাসী শুভময় মন্ডল এবং অনুপম দাস কাঁথি ব্রাহ্ম বালিকা বিদ্যালয় এর ক্লাস ইলেভেন এর মেধাবী ছাত্রী সাবানা কাদেরী কে o+ রক্ত দিয়ে সুস্থ্য করে তোলে। নীলগিরী ফাউন্ডেশান এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান
অনিমেষ বাবু।
No comments