Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুই নাবালিকার বিয়ে আটকালো পুলিস-প্রশাসন ও পঞ্চায়েত

নাবালিকা বিয়ে দণ্ডনীয় অপরাধ৷ কিন্তু অনেক সময় দেখা গিয়েছে, অভাবের তাড়নায় বা অন্যান্য কারণে ১৮ বছর কম বয়সী মেয়েদের বিয়ে দিচ্ছে পরিবার৷ করোনা মোকালিবায় গোটা দেশজুড়ে জারি হয়েছে লকডাউন৷ এই সময় বন্ধ সমস্ত রকম সামাজিক অনুষ্…

 




নাবালিকা বিয়ে দণ্ডনীয় অপরাধ৷ কিন্তু অনেক সময় দেখা গিয়েছে, অভাবের তাড়নায় বা অন্যান্য কারণে ১৮ বছর কম বয়সী মেয়েদের বিয়ে দিচ্ছে পরিবার৷ করোনা মোকালিবায় গোটা দেশজুড়ে জারি হয়েছে লকডাউন৷ এই সময় বন্ধ সমস্ত রকম সামাজিক অনুষ্ঠান৷ কিন্তু তাতেও রোখা যাচ্ছে না বিয়ে৷


এই রকমই প্রশাসনের কাছে বিভিন্ন জায়গায় একাধিক বিয়ের খবর আসছে৷ যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন৷ আগে থেকে তাঁরা খবর পেলে বিয়ে বন্ধ করার ব্যবস্থা করে৷ কিন্তু এখন এই লকডাউনের কারণে তাঁদের কাছে সঠিক সময়ে খবর আসছে না৷ কারণ এই সময় কারোর বাড়িতে কী হচ্ছে তা জানাতে পারছে না প্রতিবেশীরা৷ ফলে সুযোগের সদব্যবহার করেছেন অনেকে৷এমতাবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার মোহাটি এলাকার বাসিন্দা দুই স্কুলছাত্রী নাবালিকার বিয়ে আটকাল পুলিস-প্রশাসন ও পঞ্চায়েত। 


জানা গিয়েছে,ওই দুই নাবালিকা স্থানীয় কৃষ্ণনগর হাইস্কুলে নবম শ্রেণীতে পড়াশোনা করে। কয়েকদিন আগে কৃষ্ণনগর এলাকার বাসিন্দা দুই যুবক তাদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অপহরণ করে। বাড়ির মেয়ে নিখোঁজ হওয়ায় ছাত্রীদের পরিবারের লোকজন পঞ্চায়েত ও পুলিস-প্রশাসনের দ্বারস্থ হন। শুক্রবার দুই নাবালিকাকে অপহরণকারী দুই যুবকের বাড়ি থেকে উদ্ধার করে পুলিস। নাবালিকাদের তাদের বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়। তবে পুলিস অপহরণকারী যুবকদের বিরুদ্ধে কোনও মামলা করেনি। তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলাঞ্জন মাইতি বলেন, দুই নাবালিকা যাতে আগের মতো পড়াশোনা চালিয়ে যায়, সেব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে।  

No comments