বর্তমান সময়ে আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে সুস্থতার সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। এইসব সম্ভব হয়ে চলেছে সপ্তাহে দুদিন লকডাউন, দ্রুত সুন্দর চিকিৎসা পরিষেবা ও আক্রান্ত রুগীদের পরিষেবা দেওয়া হাসপাতাল কর্মীদের জন্য। পূর্ব মে…
বর্তমান সময়ে আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে সুস্থতার সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। এইসব সম্ভব হয়ে চলেছে সপ্তাহে দুদিন লকডাউন, দ্রুত সুন্দর চিকিৎসা পরিষেবা ও আক্রান্ত রুগীদের পরিষেবা দেওয়া হাসপাতাল কর্মীদের জন্য। পূর্ব মেদিনীপুরের করোনা চিকিৎসার কেন্দ্রবিন্দু বড়মা করোনা হাসপাতাল থেকে প্রায় প্রতিদিনই করোনা আক্রান্ত ব্যক্তিদের সুস্থতার খবরও পাওয়া যাচ্ছে।রবিবার হাসপাতাল থেকে নতুন করে ১১ জনের সুস্থতার খবর পাওয়া গিয়েছে।হাসপাতাল সূত্রে খবর- ওই ১১জন ব্যক্তির চিকিৎসার চলাকালীন লালারস পাঠানো হয়।২ বার -ই তাদের নেগেটিভ রিপোর্ট আসায় আজ এই ১১ জন করোনা রুগীকে রবিবার বিকেল ৫ টা নাগাদ ছেড়ে দেওয়া হয়।" তবে রুগীদের দাবী-" এখানে ডাক্তার বাবু ও ওনার সহকর্মীরা খুব ভালো চিকিৎসা দিয়েছেন বলে আমাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।এখানে সব পরিষেবা ভালো ভাবেই পাচ্ছি।"
সুস্থ ১১ জন করোনা রুগীরা হলেন-তমলুক-৬,কাঁথী-১, পাঁশকুড়া-১,হলদিয়া-৩।এই ১১ জনের সুস্থতার খবরে খুশি হয়েছেন পরিবার, এলাকাবাসী,ও হাসপাতালের কর্মীরা।তবে হাসপাতালের হিসাব অনুযায়ী আজ পর্যন্ত ৭১৮ জন করোনা রুগী সুস্থ হয়ে উঠেছেন বড়মা করোনা হাসপাতাল থেকে।বর্তমানে ৪৮ জন করোনা রুগীর চিকিৎসা চলছে।এবং তারাও খুব শ্রীঘই সুস্থ হয়ে উঠবেন বলে জানানো হয়েছে হাসপাতাল তরফে
No comments