টানা তিনদিনের অতিবৃষ্টি ও রসুলপুর নদীর জলোচ্ছ্বাসে দেশপ্রাণ ব্লকের অাউরাই, অামতলিয়া, বসন্তিয়া ও দারিয়াপুর অঞ্চল,কাঁথি-৩ ব্লকের কানাইদীঘি ও কুমিরদা অঞ্চল, ভগবানপুর - ২ ব্লকের বরোজ ও অর্জুননগর,খেজুরী-১ ব্লকের টিকাশী ও বীরবন্দ অঞ্চল…
টানা তিনদিনের অতিবৃষ্টি ও রসুলপুর নদীর জলোচ্ছ্বাসে দেশপ্রাণ ব্লকের অাউরাই, অামতলিয়া, বসন্তিয়া ও দারিয়াপুর অঞ্চল,কাঁথি-৩ ব্লকের কানাইদীঘি ও কুমিরদা অঞ্চল, ভগবানপুর - ২ ব্লকের বরোজ ও অর্জুননগর,খেজুরী-১ ব্লকের টিকাশী ও বীরবন্দ অঞ্চল,খেজুরী-২ ব্লকের জনকা ও নিজকশবা প্রভৃতি অঞ্চলের তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। ধানজমি,মাছের ভেড়ী ,সব্জী সব জলের তলায়। লকডাউন জনিত কারণে কর্মহীনতায় মানুষ জেরবার ছিলেন। তার পরে রসুলপুর নদীর বাঁধ ভেঙে ও জোয়ারের জলোচ্ছ্বাসে নদী তীরবর্তী এলাকার মানুষজন নিরাশ্রয়। খাদ্য সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাবে ভুগছেন। কালীনগর বাজার,কুলঞ্জরা,উমাপতিবাড়,সুনিয়া,উত্তর কশাফলিয়া, পূর্ব অামতলিয়া, দক্ষিণ অাড়িয়া,অালািচক,বোগা,পাঁচুড়িয়া প্রভৃতি মৌজায় জল ঢুকে পড়েছে। এদিকে রামনগর-১, রামনগর -২,কাঁথি-১, দেশপ্রাণ,খেজুরী-২ ব্লকের সমুদ্র বাঁধ চরম ক্ষতিগ্রস্হ হয়েছে।অবিলম্বে সমুদ্র বাঁধ সহ রসুলপুর নদীর বাঁধ মেরামতি ও প্লাবিত এলাকায় দুর্গতদের সরকারীভাবে ত্রাণ, ত্রিপল,খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করার জন্য রাজ্যের মুখ্য সচিব কে ই-মেইল বার্তা পাঠিয়েছেন সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।
No comments