Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৭৬ তম রাজীব গান্ধীর জন্ম দিবস পালিত হল হলদিয়ার মহাত্মা গান্ধী ভবনে

৭৬ তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি ।১৯৪৪ সালে ২০ শে আগস্ট জন্মগ্রহণ করেছিলেন । মাত্র  ৪৭ বছর বয়সে আত্মঘাতী জঙ্গিরা তাঁর জীবনের ইতি টেনে দিয়েছিল ।তার এই জন্মদিনে হলদিয়া মহাত্মা গান্ধী ভবনে প্রতিকৃতিতে পুষ্পস্তবক মা…

 




৭৬ তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি ।১৯৪৪ সালে ২০ শে আগস্ট জন্মগ্রহণ করেছিলেন । মাত্র  ৪৭ বছর বয়সে আত্মঘাতী জঙ্গিরা তাঁর জীবনের ইতি টেনে দিয়েছিল ।তার এই জন্মদিনে হলদিয়া মহাত্মা গান্ধী ভবনে প্রতিকৃতিতে পুষ্পস্তবক মাল্যদানের মধ্য দিয়ে আজকের দিনটি পালিত হয় পুষ্পস্তবক দেন স্থানীয় কংগ্রেস নেতা প্রণব দাস, সুদর্শন মান্না সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফুলের সুগন্ধ থেকে বিস্ফোরিত অগ্নি বলয়ে ছিন্ন বিচ্ছিন্ন হলো জাতির বিনির্মাণের স্বপ্ন দেখা এক প্রাণবন্ত জীবন । নম্রতা , সৌজন্যে ও ভদ্রতা ছিল তাঁর সহজাত । ভারতীয় জনসমাজে নিরক্ষরতা , দারিদ্র এবং কুসংস্কারের অভিশাপ থাকা সত্ত্বেও তিনি ভারতবর্ষকে একবিংশ শতাব্দীর যোগ্য করে গড়ে তুলতে চেয়েছিলেন । সাক্ষরতার প্রসারে , ১৮ বছরের ভোটাধিকার , টেলিভিশন , কম্পিউটারের প্রসার , বিজ্ঞানের চর্চা ও গবেষণায় অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা , গ্রামাঞ্চল কে আধুনিক জগতের সাথে গ্রথিত করা , পানীয় জলের ব্যবস্থা করা , চিন্তাকে সংস্কার বর্জিত করে যুক্তিবাদী করা এবং পরস্পর বোঝাপড়া ও শান্তির ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনদিনই অবহেলা করেননি । রাজনীতি জীবনে ও কর্মে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকলেও রাজীব গান্ধী মনেপ্রাণে ছিলেন একজন অরাজনৈতিক ব্যক্তিত্বের আপাদমস্তক ভদ্রলোক । সুবিধাবাদ , ক্ষমতার লোভ , ধর্মীয় সংকীর্ণতা , ব্যক্তিগত স্বার্থসিদ্ধির প্রবণতা আজ যখন গোটা দেশের রাজনীতির অঙ্গনকে কলুষিত করেছে , তখন রাজীব গান্ধী ছিলেন এক দৃষ্টান্ত যা আমাদের আদর্শনিষ্ঠ যুবসমাজকে প্রকৃতই দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে ।

No comments