Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লকডাউনে ডেঙ্গু প্রতিরোধে দুঃস্থ শিশুদের পরিবারের পাশে রেডক্রস সোসাইটি

গোটা রাজ‍্যের সাথে পাল্লা দিয়ে বাড়ছে জেলায় জেলায় করোনা আক্রান্তের সংখ‍্যা।দীর্ঘ তিনমাস লকডাউনের পর আনলক ২ শুরু হয়েছে।তাই করোনা আবহে ও লকডাউন পরিস্থিতিতে জেলা রেডক্রস সোসাইটির (তমলুক)উদ্যোগে জেলার প্রায় ৩৫০ জন দুঃস্থ শিশুদের …








 



গোটা রাজ‍্যের সাথে পাল্লা দিয়ে বাড়ছে জেলায় জেলায় করোনা আক্রান্তের সংখ‍্যা।দীর্ঘ তিনমাস লকডাউনের পর আনলক ২ শুরু হয়েছে।তাই করোনা আবহে ও লকডাউন পরিস্থিতিতে জেলা রেডক্রস সোসাইটির (তমলুক)উদ্যোগে জেলার প্রায় ৩৫০ জন দুঃস্থ শিশুদের ও তাদের পরিবার দের হাতে চকলেট ও ম্যাগী নুডুল্স বিতরণ করছেন তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসনিক প্রধান সম্মানীয় শ্রী রবীন্দ্রনাথ সেন মহাশয় ও তাম্রলিপ্ত পৌরসভার সহ প্রশাসনিক প্রধান ও জেলা রেডক্রস সোসাইটির সম্পাদক তথা কো-অর্ডিনেটর সম্মানীয় শ্রী দীপেন্দ্র নারায়ণ রায় মহাশয় এবং জেলা পুলিশ আধিকারিক সম্মানীয় শ্রী এম,এন হাসান মহাশয় ও এ,ডি ভি.প্রশান্ত মান্না মহাশয়। সহ রেডক্রস সোসাইটির আধিকারিক গন ও ওয়ার্ড কর্মীবৃন্দ।রবীন্দ্রনাথ সেন জানান-"করোনা ভাইরাসের কারনে সমস‍্যায় পড়েছে আমাদের সমাজের ছোটো ছোটো ছেলে মেয়েরা।তারা না পারছে বাইরে বেরুতে। না পারছে সাচ্ছন্দে কোনো বন্ধু বান্ধবীদের সাথে মেলামেশা করতে।তাই তাদের সাময়িক খুশি দানের জন‍্য আজকে সামাজিক দূরত্ব মেনে আজকে আমাদের এই কর্মসূচি।মূলত অনেক পরিবার কাজ হারিয়েছেন।তাই তাদের সন্তানেরা যেন পুষ্টিগত সমস‍্যায় না ভোগেন সেইকারনে ফাষ্ট ফুড তাদের পরিবারের হাতে তুলে দিলাম।"

No comments