হলদিয়া বন্দরের ইনচার্জ একে মেহেরা ডিপুটি চেয়ারমান কলকাতা ডক শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্টের দায়িত্ব নেওয়ার পর হলদিয়া এলেন। প্রসঙ্গত হলদিয়া বন্দরে ২০১৯ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেপুটি চেয়ারম্যান ছিলেন জি সেন্তিভেল। উ…
হলদিয়া বন্দরের ইনচার্জ একে মেহেরা ডিপুটি চেয়ারমান কলকাতা ডক শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট ট্রাস্টের দায়িত্ব নেওয়ার পর হলদিয়া এলেন।
প্রসঙ্গত হলদিয়া বন্দরে ২০১৯ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেপুটি চেয়ারম্যান ছিলেন জি সেন্তিভেল। উনি এখান থেকে ট্রান্সফার হওয়ার পর হলদিয়া বন্দর এর পদ খালি।
২০২০ -১লা জানুয়ারি থেকে দীর্ঘ আট মাস হলদিয়া বন্দরের দায়িত্বে কেউ ছিলেন না। আজ হলদিয়া বন্দরে প্রশাসনিক ভবনে জহরটাওয়ারে প্রথম এলেন।হলদিয়া বন্দরে স্থায়ী ডেপুটি চেয়ারম্যান না আসা পর্যন্ত উনি কলকাতা এবং হলদিয়া বন্দরের দায়িত্ব সামলাবেন। কলকাতা বন্দরের সাথে হলদিয়া বন্দরের অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন । উনার আগমনের খবর পাওয়ার সাথে সাথেই ভারতীয় মজদুর সংঘ পূর্ব মেদিনীপুর জেলা কার্যকরী সভাপতি কলিকাতা হলদিয়া ভারতীয় মজদুর ইউনিয়নের পক্ষ থেকে প্রদীপ বিজলী সহ অন্যান্য সদস্যদের নিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করলেন। হলদিয়া বন্দর ও কলকাতা বন্দরের দায়িত্ব পালন করবেন একে মেহেরা। ভারতীয় মজদুর সংঘের জেলা কার্যকরী সভাপতি প্রদীপ বিজলী বলেন। আমরা খুশি অনেকদিনই আমাদের বন্দরে চেয়ারম্যান না থাকায় আমাদের অনেক কাজের অসুবিধা হতো আমরা আশা করি কলকাতা এবং হলদিয়া বন্দরের দক্ষতার সঙ্গে কাজ করবেন হলদিয়া বন্দর কে আধুনিক বন্দরের রূপান্তরিত করার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নকে বাস্তবে রূপায়িত করবেন। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/hdAiO5BcBok
No comments