পূর্ব মেদিনীপুরের হলদিয়া ১ব্লকের বাড়উত্তর হিংলী'তে ৮জন ও বাড়বাজিৎপুর এলাকায় ১জনের শরীরে মিলল করোনার হদিস।জানা গিয়েছে,এই ৯ জন করোনা আক্রান্ত রোগীদের প্রত্যেকের শরীরে কয়েকদিন আগে করোনা উপসর্গ দেখা যায়।এরপর হলদিয়া হাসপাতাল কর্তৃ…
পূর্ব মেদিনীপুরের হলদিয়া ১ব্লকের বাড়উত্তর হিংলী'তে ৮জন ও বাড়বাজিৎপুর এলাকায় ১জনের শরীরে মিলল করোনার হদিস।জানা গিয়েছে,এই ৯ জন করোনা আক্রান্ত রোগীদের প্রত্যেকের শরীরে কয়েকদিন আগে করোনা উপসর্গ দেখা যায়।এরপর হলদিয়া হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সকলের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য কলকাতায় পাঠায়।এরপর সোমবার তাদের সবার করোনা রিপোর্ট পজিটিভ আসে।তবে একদিনে ৯জনের রিপোর্ট পজিটিভ আসায় চিন্তিত স্বাস্থ্যদপ্তর। হলদিয়া নতুন করে করোনা পজিটিভ বেড়ে যাওয়ায় মানুষদের কপালে চিন্তার ভাঁজ ।
No comments